ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশের বিপক্ষেই অভিষেক তার। সব মিলিয়ে টাইগারদের বিপক্ষে ৮ ম্যাচে শিকার ৩২ উইকেট। ফের এই দলটাকে পেয়ে তো উড়বেনই কেমার রোচ। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে দারুণ আত্মবিশ্বাসী তিনি। শুক্রবার মিরপুরে অনুশীলনের ফাঁকে কথা বললেন ওয়েস্ট ইন্ডিজের এই পেসার।
কেমার রোচের সেই ভিডিও বার্তার চুম্বক অংশ তুলে ধরা হলো এখানে-
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে দলে অবদান রাখার ব্যাপারে আপনি কতোটা আত্মবিশ্বাসী?
আমরা, সবাই জানি বাংলাদেশ সবসময় পেসারদের জন্য কঠিন। তবে আমি যদি পরিকল্পনা ঠিকঠাক প্রয়োগ করতে পারি দলের জয়ে অবদান রাখতে পারবো।
কেমন মনে হয়, বাংলাদেশের কন্ডিশনে পেসারদের ভালো করতে কি করতে হবে?
আমি মনে করি মাঠে বেশ আক্রমণাত্মক থাকতে হবে আমাদের। যেহেতু পিচে খুব বেশি বাউন্স থাকবেনা, মাঠে পরিকল্পনাটা ঠিকঠাক করতে হবে। সেটার প্রয়োগও করতে হবে। আপনাকে এসব ক্ষেত্রে গতির সংমিশ্রণ করতে হবে। সবচেয়ে সহজ বিষয় হল ভালো জায়গায় টানা বল করে যেতে হবে যতটা সম্ভব।
দলের বেশিরভাগ সিনিয়র ক্রিকেটার না থাকা সত্বেও আপনাদের পেস বোলিং ইউনিট অভিজ্ঞতায় এগিয়ে। এটা প্রভাব ফেলবে বলে মনে করেন?
হ্যাঁ, অবশ্যই। আমি আর শ্যান (শ্যানন গ্যাব্রিয়েল) আমাদের কাজটা করতে হবে, আলজারিও (জোসেফ) আছে। স্পিনারদের সম্ভবত আরও কিছু কাজ করতে হবে। উইকেট দেখে সিদ্ধান্ত নিতে হবে, বোলিং ইউনিটের সাফল্যের জন্য টিম ওয়ার্ক করতে হবে। সেরকম হলে আমাদের বোলিং ইউনিট ভালোভাবে পরিকল্পনা প্রয়োগ করতে পারবে। আমরা ভালো পরিকল্পনা করছি, বোলিং কোচের সাথে কথা হচ্ছে। নিজেদের মধ্যেও আলাপ আলোচনা করছি। আমরা জানি আমাদের কি করতে হবে। এটা আমাদের আবেগের ব্যাপার।
২০০৯ সালেও ওয়েস্ট ইন্ডিজের এমন একটা দলের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। ঐ দলের সদস্য ছিলেন আপনি। দুটো দলের তুলনা করবেন কীভাবে?
তখন আমিও বেশ অনভিজ্ঞ ছিলাম। আমি মনে করি ছেলেরা তখন বেশ চাপে ছিল ভালো করার জন্য কিন্তু তারা পারেনি। আমি মনে করি লোকজন সবসময় খুশি ছিল আর আমাদের বেশিরভাগের জন্যই বড় একটা শিক্ষা ছিল। যা বললাম আমরা ভালো পরিকল্পনা করছি গ্রুপ হিসেবে দল হিসেবে আমাদের কি করতে হবে। ব্যাটসম্যানদের মধ্যে ভালো আলাপ হচ্ছে, আজ ও গতকাল তাদের দেখে ভালোই মনে হচ্ছে। আশা করছি অনুশীলন ও প্রস্তুতি ম্যাচে ভালো প্রস্তুতি নিয়েই আমরা টেস্ট সিরিজ শুরু করবো।
বাংলাদেশের কোন ব্যাটসম্যানদের নিয়ে আলাদা করে ভাবতে হবে বলে মনে হয়?
আমি মনে করি তারা বেশ ভালো দল। তামিম ইকবাল তাদের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান, সাকিব ফিরেছে, মুশফিকুর রহিম আছে, তাদের অধিনায়কও ভালো ব্যাটসম্যান, মাহমুদউল্লাহ রয়েছে। বেশ কিছু ভালো নাম আছে তাদের। যেটা বলেছি আমরা আসলে আমাদের দিকে ফোকাস রাখছি। আমাদের কাজটা ঠিকঠাক করতে হবে। যদি ভালো প্ল্যান করতে পারি, ভালো জায়গায় বল করতে পারি তা আমাদের জন্য সহায়ক হবে।ঠিকমত করতে পারলে আমি মনে করি সিরিজে ভালো করতে পারবো আমরা।
আপনার তো বাংলাদেশের বিপক্ষেই টেস্ট অভিষেক। তাদের বিপক্ষে খেলার অনুভূতিটা কেমন?
বাংলাদেশের বিপক্ষেই আমার শুরু হয়েছিল, সেটা যদিও ঘরের মাঠে। কিন্তু বেশ কয়েকবারই বাংলাদেশে আসা হয়েছে, ওয়ানডে ও টেস্ট খেলেছি। এটা সবসময় আমাকে বিশ্বাস জোগায় মানসিকভাবে। তারা খুব কঠিন প্রতিপক্ষ, আমি মনে করি এটা সঠিক। যেহেতু দল হিসেবে তারা এখানে গড়ে উঠেছে। আপনি আপনার সেরাটা দিন আর যা করতে চান তাতে ফোকাস রাখুন। তাহলেই চলবে।
Discussion about this post