ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগের টেস্টেই প্রবল দাপটে ফিরেছিল ভারত। এবার সিডনিতেও ধরে রাখল ধারাবাহিকতা। যদিও টেস্ট জেতা হলো না। কিন্তু হনুমা বিহারি আর রবিচন্দ্রন অশ্বিনের দৃঢ়তায় দল পেলো জয়ের মতো এক ড্র। দু’জনের বীরোচিত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে হতাশ করে ভারত তুলে নিয়েছে স্মরণীয় এক ড্র।
সোমবার টেস্টের শেষ দিনে রিশাভ পান্তের ৯৭ ও চেতেশ্বর পুজারার ৭৭ রানে মনে হচ্ছিল ভারত বুঝি জিততে যাচ্ছে। কিন্তু এরপরই ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া। তারপরই বিহারি ও অশ্বিনের অসাধারণ ব্যাটিং। ড্র নিয়ে মাঠ ছাড়ে ভারত। ১-১ সমতা। ব্রিজবেনে শেষ টেস্ট পেয়ে গেল ফাইনালের আমেজ।
ষষ্ঠ উইকেটে বিহারি ও অশ্বিন জুটি তুলে ৬২ রান। তবে সবচেয়ে বড় কথা দুজন উইকেটে ছিলেন ৪২.৪ ওভার। তাদের দৃঢ়তাতেই এসেছে মনে রাখার মতো এক ড্র। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে খেলেও বিহারি অপরাজিত ১৬১ বলে ২৩ রানে। অশ্বিন ১২৮ বলে অপরাজিত ছিলেন ৩৯ রানে।
তবে ম্যাচের সেরা দুই ইনিংসে ১৩১ ও ৮১ রানের ইনিংস খেলা স্টিভেন স্মিথ। কিন্তু বিহারি-অশ্বিনই যেন কেড়ে নিয়েছেন সবটুকু আলো!
এই জয়ের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়া যথারীতি শীর্ষে। ভারত ও নিউজিল্যান্ড যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৩৮/১০
ভারত ১ম ইনিংস: ২৪৪/১০
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৩১২/৬ (ডি.)
ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ৪০৭) ১৩১ ওভারে ৩৩৪/৫ (আগের দিন ৯৮/২) (রোহিত ৫২, গিল ৩১, পুজারা ৭৭, রাহানে ৪, পান্ত ৯৭, বিহারি ২৩*, অশ্বিন ৩৯*; স্টার্ক ২২-৬-৬৬-০, হেইজেলউড ২৬-১২-৩৯-২, কামিন্স ২৬-৬-৭২-১, লায়ন ৪৬-১৭-১১৪-২, গ্রিন ৭-০-৩১-০, লাবুশেন ৪-২-৯-০।
ফল: ম্যাচ ড্র
সিরিজ: ৪ ম্যাচ সিরিজের ৩টি শেষে ১-১ সমতা
ম্যাচসেরা: স্টিভেন স্মিথ।
Discussion about this post