ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনা শঙ্কা উড়িয়ে বাংলাদেশে পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। রোববার সকাল গড়াতেই দলটিকে বহনকারী এমিরেটসের ফ্লাইট অবতরণ করে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। টেস্ট ও ওয়ানডে দলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ মোট ৪০ জনের বহর!
ঢাকায় পা রেখে এখনই অবশ্য অনুশীলনে নামতে পারছে না দল। আপাতত তাদের ভাবনায় শুধুই কোয়ারেন্টাইন। এরমধ্যে রোববার বিমানবন্দর থেকে ক্যারিবীয় দলকে বিশেষ ব্যবস্থায় নেওয়া হয় রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে। সেখানে জৈব সুরক্ষাবলয়ে রাখা হয়েছে দলটিকে।
বাংলাদেশ আসতে ট্রানজিট হিসেবে ইংল্যান্ডের হিথ্রো বিমানবন্দর ব্যবহার করেছে উইন্ডিজ থেকে। শঙ্কাটা এখানেই। ইংল্যান্ডে করোনা পরিস্থিতি ভয়াবহ। এ কারণেই বাংলাদেশ সরকারের নির্দেশনা আছে ইংল্যান্ড থেকে আসা যাত্রীদের ১৪ দিনের কোয়ারান্টাইন বাধ্যতামূলক।
এ অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল পূর্বের পরিকল্পনা অনুযায়ী ৭ দিন কোয়ারান্টাইনে থাকবে। রোববার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ৭ দিনের কোয়ারান্টাইন করবে। চুক্তি করার পর কোনও পরিবর্তন আনা হয়নি।’
উইন্ডিজের ক্রিকেটাররা কোয়ারেন্টাইনের প্রথম তিন দিন থাকবেন হোটেল রুমে। তৃতীয় দিন তাদের দ্বিতীয় টেস্ট কোভিড ১৯ টেস্ট। সেই ফল নেগেটিভ আসলেই নিজেদের মধ্যে অনুশীলন শুরু। সাতদিন পর অন্যদের সংস্পর্শে যেতে পারবেন খেলোয়াড়রা। বাংলাদেশের নেট খেলোয়াড়দের তখন পাবে সফরকারীরা। ২০ জানুয়ারি ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দেশের লড়াই।
Discussion about this post