ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনার কারণে গত ১০ মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাংলাদেশ। তবে গত দুই মাস ঘরোয়া লিগে বেশ ব্যস্ত সময় পার করেছে এ দেশের ক্রিকেট। তাই ক্রিকেটাররা খেলার মধ্যেই ছিল। যে কারণে আসন্ন ওয়েস্ট ইন্ডিজের সিরিজের আগে প্রস্তুতির কোন ঘাটতি দেখছেন না নাজমুল হোসেন শান্ত।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে রোববার থেকে দলীয় অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। তাই দীর্ঘ সময় পর আবারো সবাই জাতীয় দলের ড্রেসিংরুমে থাকার সুযোগ পেয়েছেন সবাই। এদিকে এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার এক ফাঁকে শান্ত জানিয়েছেন, দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও প্রস্তুতির কোনো কমতি থাকবে না, ‘ লম্বা সময় পর জাতীয় দলের ক্যাম্পে ফিরে অবশ্যই, অনেক বেশি রোমাঞ্চিত। খুব ভালো একটা প্র্যাকটিস সেশনও হয়েছে, উপভোগ করছি। সবার সাথে অনেক দিন পর দেখা হলো।’
শান্তরা অবশ্য ক্রিকেটের বাইরে ছিলেন না। বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলেছেন ক্যাম্পে থাকা সবাই-ই। তবুও জাতীয় দলের ক্যাম্প বলে আমেজটাই অন্যরকম। এবার শুধু জম্পেশ প্রস্তুতির পালা। এ ব্যাপারে এ ব্যাটসম্যান বলেন, ‘গত টুর্নামেন্টে আমরা একসাথে ছিলাম। কিন্তু একসাথে (জাতীয় দলের) ড্রেসিংরুম শেয়ার করাটা অনুভূতি ভিন্ন। আন্তর্জাতিক ক্রিকেট ক্রিকেটে এক বছর পর আমরা খেলবো। আমি মনে করি প্রস্তুতি মোটামুটি ভালোই হয়েছে, দুইটা টুর্নামেন্ট খেলেছি। প্র্যাকটিসে আমরা ওই জিনিসগুলো নিয়েই আলাপ আলোচনা করছি। আমাদের প্র্যাকটিস ম্যাচও হবে। এই প্র্যাকটিস ম্যাচগুলো যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে আমার মনে হয় খুব বেশি একটা সমস্যা হবে না।’
Discussion about this post