ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শেষ পর্যন্ত দীর্ঘ অপেক্ষার অবসান হলো দক্ষিণ আফ্রিকার। ১৩ বছর পর এবার দলটি যাচ্ছে পাকিস্তান সফরে। এরইমধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ২১ সদস্যের দল ঘোষণা করেছে প্রোটিয়ারা। সেখানে নতুন দুই মুখ ড্যারিন ডুপাভিলন ও ওটনিল বার্টম্যানের জায়গা হয়েছে। অবশ্য একটি ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে ডুপাভিলনের।
সদ্যই শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করা প্রোটিয়া থেকে বাদ পড়েছেন গ্লেন্টন স্টুরম্যান ও মিগেল প্রিটোরিয়াস। দু’জনই ইনজুরিতে পড়েছেন। দলে ফিরেছেন পেসার কাগিসো রাবাদা। ইনজুরির কারণে শ্রীলংকার বিপক্ষে সিরিজে খেলতে পারেননি তিনি। দলে দু’জন বাঁ-হাতি স্পিনারও রাখা হয়েছে। তারা হলেন- জর্জ লিন্ডে ও তাবরাইজ শামসি।
নির্বাচক প্যানেলের আহ্বায়ক ভিক্টর এমপিতসং বলেন, সেখানকার কন্ডিশন সম্পর্কে দক্ষিণ আফ্রিকা দলের খুব বেশি জানা নেই। আমরা বোলিং আক্রমনকে আরো শক্তিশালী করতে চেয়েছি।
আগামী ১৫ জানুয়ারি পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে দক্ষিণ আফ্রিকা। অনুশীলন ও নিজেদের মধ্যে ম্যাচের আগে করাচিতে নিজেদের কোয়ারেন্টাইন পর্ব সম্পন্ন করবে দক্ষিণ আফ্রিকা।
টেস্ট সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি সিরিজের জন্য আগামী সপ্তাহে পৃথক দল ঘোষণা করবে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার টেস্ট দল :
কুইন্টন ডি কক (অধিনায়ক), তেম্বা বাভুমা, আইডেন মার্করাম, ফাফ ডু-প্লেসিস, ডিন এলগার, কাগিসো রাবাদা, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, রাসি ভ্যান ডার ডুসেন, এনরিচ নর্টি, উইয়ান মুল্ডার, লুথো সিপামলা, ব্যুরান হেন্ড্রিক্স, কাইল ভেরেনি, সারেল এরউই, কিগান পিটারসেন, তাবারাইজ শামসি, জর্জ লিন্ডে, ড্যারিন ডুপাভিলন ও ওটনিল বার্টম্যান।
Discussion about this post