ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনা পরিস্থিতি নিয়ে নিউজিল্যান্ড বেশ সতর্ক। যে কারণে সেখানে যেতে পারবে না বাংলাদেশের কোনো সাংবাদিক বা মিডিয়া কর্মী। তাইতো আগামী মার্চে নিউজিল্যান্ড সফরে বিশাল বহর পাঠানোর ভাবনা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংরেজি দৈনিক ডেইলি সান থেকে এই তথ্য মিলেছে। সফরটির জন্য ৩৫ সদস্যের দল পাঠাতে পারে বোর্ড।
আগামী ২২ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়তে পারে বাংলাদেশ। সেখানে গিয়ে ৭ দিনের রুম কোয়ারেন্টাইনে থাকতে হবে তামিম-সাকিবদের। এরপর নিজেদের ভেতরে ভাগ হয়ে অনুশীলন করতে পারবেন সাকিব-মুশফিকরা। যা চলবে ২ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত। যদিও এর আগে বেশ কয়েকবার করোনা পরীক্ষা করা হবে তামিম-সাকিবদের। আসন্ন সিরিজে ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে বাংলাদেশের।
নিউজিল্যান্ড সফর নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, ‘নিউজিল্যান্ড সফরে কিভাবে কি হবে সেই বিষয়ে আজ আমরা বৈঠকে বসেছিলাম। আমরা পরিকল্পনা করছি সেখানে ৩৫ সদস্যের দল পাঠানোর। যদিও এটা এখনও আলোচনার পর্যায়ে আছে।’
দীর্ঘ ১০ মাস পর আর কয়েকদিন পরই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। সিরিজে অংশ নিতে ১০ জানুয়ারি বাংলাদেশে আসবে উইন্ডিজ দল। তবে এখন থেকেই বিসিবির ভাবনায় নিউজিল্যান্ড সফর।
Discussion about this post