ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একদিন আগেই গণমাধ্যমে সংবাদ ছিল- টেস্ট র্যাঙ্কিংয়ে আফগানিস্তানও টপকে গেল বাংলাদেশকে। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সর্বশেষ প্রকাশিত টেস্ট র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের ওঠে আসে নয় নম্বরে। তাদের চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে দশে নেমে যায় বাংলাদেশ। কিন্তু একদিন বাদেই দেখা গেল পুরোটা ভুল। আফগানরা টেস্ট র্যাঙ্কিংয়েই নেই।
আর এই অনুসন্ধানের পুরো কৃতিত্ব ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনির। তুখোড় এই সিনিয়র সাংবাদিক নিজেই আইসিসির ভুল ধরিয়ে দিলেন। পুরো বিষয়টা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেন রনি। ভেরিফাইড পেজে এনিয়ে বিস্তারিত লিখেছেন।
আরিফুল ইসলাম রনির সেই স্ট্যাটাস তুলে ধরা হলো এখানে-
”আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের ব্যাপারটি নিয়ে কালকে আইসিসিতে একটি মেইল করেছিলাম। বার্ষিক হালনাগাদের সময় আইসিসি বলেছিল, র্যাঙ্কিংয়ে বিবেচিত হওয়ার মতো যথেষ্ট টেস্ট আফগানিস্তান খেলেনি। তাহলে এখন কিভাবে তারা র্যাঙ্কিংয়ে জায়গা পেল?
হালনাগাদের পর বাংলাদেশ-আফগানিস্তান কোনো টেস্ট খেলেনি। র্যাঙ্কিংয়ে এই দুই দলের বদল তাই আসার কথা নয়…
আজকে আইসিসি থেকে রিপ্লাই পেয়েছি ঘণ্টা দুয়েক আগে। তারা লিখেছে, “Hi Roney, Thanks for pointing this out. Afghanistan should not be there and so we are carrying out the change.”
এখন আইসিসির সাইটে গিয়ে দেখলাম, তারা শুধরে নিয়েছে। বাংলাদেশ ৯ নম্বরে। আফগানিস্তান টেবিলে নেই। সবশেষ আপডেটে আজকের তারিখ…
গতকাল আমি লিখেছিলাম, “বুঝতে পারছি না এত হইচই কেন।” আমার পয়েন্ট ছিল, আফগানিস্তানের রেটিং পয়েন্ট এমনিতেই বাংলাদেশের চেয়ে বেশি। আফগানরা র্যাঙ্কিংয়ে ঢুকলে তাই বাংলাদেশের ওপরেই থাকার কথা! পরে বুঝলাম, অনেকেরই রেটিং পয়েন্ট মনে থাকার কথা নয়। তাদের ভাবনায়ও থাকার কথা নয় এত খুঁটিনাটি। তাদের লাফালাফি তাই স্বাভাবিক…
তবে আমরা যারা সংবাদকর্মী, আমাদের মাথায় তো এটা থাকা উচিত। গত মে মাসে হালনাগাদের পর বাংলাদেশ-আফগানিস্তান কোনো টেস্ট খেলেনি, তার পরও কেন জায়গা ওলট-পালট হবে, এই সিম্পল প্রশ্নটা আমাদের মাথায় আসা উচিত। আমরা কেন কিছু না ভেবেই মূল ধারার গণমাধ্যমে নিউজ-টিউজ করে ফেলব?
আইসিসির সাইটের লোকজন টেবিল বানানোর সময় ভুল করেছে, কিন্তু আমাদের মাথায় যদি প্রশ্ন জাগত, যদি একটু গভীরে ভাবতাম, একটু সময় নিতাম, তাহলে তো নিউজে ভুল হয় না! আইসিসিতে একটা মেইল করা, একটু যোগাযোগের চেষ্টা করা কঠিন কিছু নয়। আমি নিশ্চিত দেখতে পাচ্ছি, কোনো একটা গড়বড় তো হয়েছেই। সেটা শিউর না হয়ে কেন নিউজ করব?
কালকের মতোো আজকেও বলছি, এতে বাংলাদেশের বাস্তবতা বদলাচ্ছে না। র্যাঙ্কিংয়ে অবস্থান এখন ১০ হোক বা ৯, এমনকি ৮-৭ যদি থাকত, তবুও এটা সত্যি, বাংলাদেশ খুব বাজে টেস্ট দল, ২০ বছরে বলার মতো উন্নতি হয়নি, টেস্ট সংস্কৃতি কিছু নেই এই দেশে। কিন্তু কালকে আমরা লাফালাফি করলাম ভুল তথ্য নিয়ে। তার চেয়ে বড় ব্যাপার, আমরা অনেকে নিউজ করলাম ভুল…!!!”
Discussion about this post