ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এক বছরেরও বেশি সময় পর গত মাসেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন সাকিব আল হাসান। কিন্তু নিজের ঝলক দেখাতে পারেননি তিনি। স্বাভাবিকভাবেই ভক্তদের মনে জেগেছে প্রশ্ন, সাকিব কি ফুরিয়ে গেলেন। তবে এ ব্যাপারটি নিয়ে মোটেও ভাবছেন না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তার বিশ্বাস আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই স্বরূপে ফিরবেন বন্ধু সাকিব।
গত মাসে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমন খুলনার হয়ে সাকিব খেলেছিলেন ৯ ম্যাচ। ১২.২২ গড়ে তিনি ১১০ রান করেছিলেন। সর্বোচ্চ রান ছিল ২৮। আর বল হাতে সমানসংখ্যক ম্যাচে ৬.০০ ইকোনোমিতে নিয়েছিলেন ৬ উইকেট। এমন পারফরম্যান্সের পরও সাকিবেই আস্থা রাখছেন তামিম। ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি, ‘মোটেও তা নয়, কারণ আমি এমন একজন যে বর্তমান পরিস্থিতি নয় ইতিহাসে বিশ্বাস করি। কারও যদি ইতিহাস থাকে তবে সে যে কোনও সময় টানতে পারে। সাকিবের একটি দারুণ ক্যারিয়ার রয়েছে। আমি দৃঢ় বিশ্বাসী ও এই সিরিজে দারুণভাবে ফিরে আসবে। আমি ওকে নিয়ে উদ্বিগ্ন নই, এটি কেবল আমিই নই ,সমগ্র জাতি ওর প্রতি বিশ্বাস রাখে।’
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে প্রত্যাশামতো খেলতে না পারার আক্ষেপ ছুঁয়েছে সাকিবকেও। এজন্য এ তারকা জানিয়েছিলেন, বড় পরিসরের ম্যাচ খেলতে। হয়তো এবার তিনি সে সুযোগ পাচ্ছেন। কেননা এ মাসেই ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ। এজন্য গতকালই ২৪ সদস্যের ওয়ানডে ও ২০ সদস্যের ওয়ানডের প্রাথমিক দল দিয়েছে বিসিবি। দুই দলেই আছেন সাকিব।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেকে মেলে ধরতে মুখিয়ে সাকিব আল হাসান। এজন্য এ তারকা রোববারই যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন দেশে। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ জানুয়ারি সতীর্থদের সঙ্গে দলীয় অনুশীলনে যোগ দেবেন তিনি। আসন্ন সিরিজের জন্য সেখানেই নিজেকে ঝাঁলিয়ে নেবেন এ তারকা।
Discussion about this post