ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের শঙ্কা কাটিয়ে এই জানুয়ারিতেই ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট ও ওয়ানডের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে নেই মাশরাফি বিন মর্তুজা। আছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার।
মিরপুরে দল ঘোষণা করতে গিয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন তাদের ভাবনাতে ২০২৩ বিশ্বকাপ। এ কারণে দলে তরুণদের সংখ্যাও কম নয়। ক্রিকবিডি২৪.কম-এর পাঠক, চলুন দেখে নেই সোমবার সংবাদ সম্মেলনে কি বললেন মিনহাজুল আবেদনীন নান্নু।
প্রশ্ন: দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ…
দশ মাস আমরা কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলিনি। সবকিছু চিন্তাভাবনা করে আমরা নতুন বছরে আমরা নতুন করে শুরু করছি। আমরা কিছু ফোকাস রেখেছি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলাগুলো আছে। মহামারীতে যে দুশ্চিন্তা গিয়েছে এটা থেকে বের হয়ে আমরা ভালো ক্রিকেট খেলতে চাচ্ছি। এটাই আমাদের মেইন অবজেক্ট। সেই হিসেবে আমি মনে করি ইনশাল্লাহ এই সিরিজ দিয়ে আমরা আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছি এবং ভালো ক্রিকেটটা খেলে আমরা আন্তর্জাতিক ক্রিকেটটা শুরু করতে চাই।
প্রশ্ন: মাশরাফিকে বাদ দেয়ার সিদ্ধান্তটা কি কঠিন ছিল?
আমাদের রেস্পেক্ট ওর প্রতি আছেই এবং আমাদের দেশের জন্য অনেক কিছু দিয়েছে। এটা একটা কঠিন সিদ্ধান্ত ছিল। তাহলেও বাস্তবতা আমাদের মানতেই হবে। সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা সবাই সম্মিলিত ভাবে এই সিদ্ধান্ত নিয়েছি। মাশরাফিকে বাদ দিতে হয়েছে। সেই হিসেবে আমি মনে করি যে নতুন ভাবে যে চলা ওর জায়গায় যেই খেলবে অর জন্য অবশ্যই এটা অনেক বড় সুযোগ।
প্রশ্ন: দল ঘোষণার আগে মাশরাফির সঙ্গে কি আপনাদের কথা হয়েছে?
আমি কথা বলেছি তার সাথে। ওর সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। আমার যতটুকু মনে আছে ওকে আমি বলে দিয়েছি। ওর সাথে আমার আলোচনা হয়েছে আপনাদের সাথে তো বলতে পারবো না। আমরা সঙ্গে ভালোই কথা হয়েছে। মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের কিছু নাই।
প্রশ্ন: মাশরাফিকে বাদ দেওয়ার কারণ প্রসঙ্গে…
বাট এখানে অনেক কিছই ইস্যু এসেছে। সবকিছু মিলিয়ে টিম ম্যানেজম্যান্ট আমাদেরকে অনেক কিছুর প্লান দিয়েছে এবং আমরাও আমাদের প্লান নিয়ে অনেক আলোচনা করেছি। যেটা বললাম যে সিদ্ধান্তটা অনেক আলোচনার পরেই সিদ্ধান্তের মাঝে এসেছি এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য আমরা আমাদের দেশের ক্রিকেটের কথা চিন্তা করে, আগামীতে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি। তরুণ ক্রিকেটারদের তো আমাদের জায়গা দিতে হবে। আমাদেরকে তো ওদেরও একটা সুযোগের জায়গা দিতে হবে। সুতরাং ২০২১ সালে আমরা নতুনভাবে শুরু করছি, ১০ মাস পরে সবাই কিন্তু নতুন করে শুরু করছে। ১০ মাসে কিন্তু অনেক পিছিয়ে গেছি এই মহামারীতে। সেই হিসেবে আমরা সবাই সম্মিলিতভাবেই সিদ্ধান্ত নিয়েছি, রিফ্রেশলি শুরু করছি ইনশাআল্লাহ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ভালো ক্রিকেট শুরু করতে চাই।
প্রশ্ন: এ অবস্থায় মাশরাফির ফিরে আসার সুযোগ আছে কি?
ও খেলা চালিয়ে যাবে ও সেটা বলেছেই। এটা পুরোপুরি তো ওর ওপর। ঘরোয়া ক্রিকেট খেলবে দেখা যাক কি হয়। এটা তো আমরা বলতে পারি না ওর পারফরম্যান্স কি হবে না হবে। তখন দেখা যাবে সেটা।
প্রশ্ন: ২০২৩ বিশ্বকাপ ভাবনা প্রসঙ্গে
অবশ্যই ২০২৩ এর জন্য একটা ফোকাস আমরা রেখেছি। ২০২১ থেকেই কিন্তু প্রচুর ম্যাচ আছে আমাদের। টেস্ট ক্রিকেট বলেন, ওয়ানডে বলেন সবকিছু মিলিয়ে এজন্য টেস্ট আর ওয়ানডের দলটা একটু বড় করা হয়েছে। এই ফোকাসটা রেখেই কিন্তু টিম ম্যানেজম্যান্টের যে প্লান আছে এই প্লান অনুসারে আমরা এগোচ্ছি।
এটা আমরা টাইম টু টাইম আবার যখন মেইন স্কোয়াডটা যখন দেব এটা তো প্রাথমিক স্কোয়াড। সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে, এখানে কারও কোনো দ্বিমত ছিল না।
প্রশ্ন: মাশরাফির না থাকায় সুবিধা হচ্ছে কার?
এখানে সব কিছু নিয়েই আলোচনা হয়েছে। কোন কিছুই গ্যাপ রাখা হয়নি। টিম ম্যানেজমেন্টের প্ল্যান, ওর ফিটনেস ট্রেইনার, বোলিং কোচ সবার সঙ্গে আলোচনা হয়েছে। পুরো টিম ম্যানেজমেন্ট যেটা বলে , সব ডিপার্ট্মেন্টের সবার সঙ্গে আলোচনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই সিরিজটা শুরু করছি এখন।এই সিরিজটার কথাই বলি। মাশরাফি ছাড়া এই সিরিজটা শুরু করছি। ওই ফোকাসটা রেখেই (২০২৩ বিশ্বকাপ) আমরা , যেটা আমাদেরকে টিম ম্যানেজমেন্ট প্ল্যান দিয়েছে ভিশন ২০২৩ ওই ভিশন মাথায় রেখে ম্যানেজমেন্টের সঙ্গে আমরা একসঙ্গে হয়ে আগাচ্ছি।
প্রশ্ন: এবারের সিরিজে উইন্ডিজের বিপক্ষে স্পিন ট্র্যাক নাকি পেস উইকেট হবে?
এটার পরে কিন্তু মেইন স্কোয়াড দিতে হবে। টিম ম্যানেজমেন্ট যখন প্র্যাকটিস শুরু করবে তখন প্ল্যানিং শুরু হবে সিরিজটা নিয়ে। তখনি কিন্তু মেইন স্কোয়াডটা দিবো আমরা।তখন স্পিনিং ট্র্যাক করবো না সিমিং করবো সিদ্ধান্ত তখন হবে। সুতরাং এই মুহুর্তে এখানে দাঁড়িয়ে বিষয়টি পরিস্কার করা যাচ্ছেনা।
Discussion about this post