ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
২০১৭ সালে মার্ক রবিনসনের হাত ধরে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। এবার সেই তাকেই হেড কোচ হিসেবে পাচ্ছে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল। সংবাদমাধ্যমে ব্যাপারটি নিশ্চিত করেছে বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান নাদেল চৌধুরী। সব কিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই তার সঙ্গে দুই বছরের চুক্তি করবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
এরআগে গত মার্চে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের বাজে পারফরম্যান্সের দায়ে চাকুরিচ্যুত হন আনজু জেইন। এজন্য অনেক দিন ধরেই বাংলাদেশ হেড কোচ শুন্য সালমা-জাহানারারা। সেই পদের জন্যই এবার বেছে নেওয়া হয়েছে ইংল্যান্ডের মেয়েদের সাবেক কোচ মার্ক রবিনসনকে।
মার্ক ২০১২-১৯ সাল পর্যন্ত ইংল্যান্ড নারী ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব পালন করেছেন। তার অধীনেই ২০১৭ বিশ্বকাপে ভারতকে হারিয়ে শিরোপা জেতে ইংলিশরা। তার অধীনেই ইংল্যান্ড মেয়েরা উঠেছিল ২০১৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও!
ইংল্যান্ডের জাতীয় দলের জার্সি গায়ে নামা হয়নি মার্কের। খেলেছেন কেবল ঘরোয়া ক্রিকেট। সবশেষে খেলেছেন ১৯৯৭-২০০২ সাল পর্যন্ত, সাসেক্সের হয়ে। এর আগে ১৯৯১-৯৫ পর্যন্ত ইয়র্কশায়ারে। এছাড়াও ক্যান্টারবুরিতে ও নটিংহ্যামের হয়েও খেলেছেন তিনি।
নতুন কোচ প্রসঙ্গে নাদেল জানিয়েছেন, ‘আমরা নারী ক্রিকেট দলের নতুন হেড কোচ খুঁজে পেয়েছি। উনার নাম মার্ক রবিনসন। আশা করছি জানুয়ারিতেই উনি আমাদের সঙ্গে কাজ শুরু করতে পারবেন। আমারা এই ক্ষেত্রে ৮০ ভাগ শেষ করে এনেছি। আমরা উনার সঙ্গে দুই বছরের চুক্তি করছি। উনি ইংল্যান্ডের নারী ক্রিকেট দলেরও হেড কোচ ছিলেন।’
করোনার কারণে গত ১০ মাস মাঠের ক্রিকেটে বাইরে বাংদেশ নারী ক্রিকেট দল। তবে তাদের এবার মাঠে ফেরাতে উদ্যোগ নিয়েছে বিসিবি। সব কিছু থাকলে তাদের সঙ্গী হতে পারেন নতৃন হেড কোচ।
Discussion about this post