ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুঃসময় শেষে অবশেষে আশার আলো দেখলেন নাসির হোসেন। এইতো কিছুদিন আগেই ফিটনেস পরীক্ষায় পাশ না করায় খেলতে পারেন নি বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে। তবে মাস না ঘুরতেই নাসির হোসেনের মুখে হাসি। গত ৯ মাস কোনো ধরনের ক্রিকেটে না থাকলেও নাসিরকে দলে নিয়েছে টি-টেন লিগের এক ফ্র্যাঞ্চাইজি!
আবুধাবির এ টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে দল পেলেন বাংলাদেশের মোট ৬ ক্রিকেটার। বুধবার ৮ দলের এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। যেখানে টাইগার ক্রিকেটার নাসিরকে দলে টানল পুনে ডেভিলস।
ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে গত ১৬ মার্চ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে তিনি ফিফটি করেন নাসির। নেন ১ উইকেট। নাসিরকে ছাড়াও পুনে দলে টেনেছে শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরাকে। এছাড়াও আছেন মোহাম্মদ আমির, স্যাম বিলিংস, চামারা কাপুগেদেরা ও অজন্তা মেন্ডিস।
টুর্নামেন্টে মারাঠা অ্যারিবিয়ান্স দলে খেলবেন বাংলাদেশের তিন ক্রিকেটার তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন ও মুক্তার আলি। যেখানে আইকন ক্রিকেটার শোয়েব মালিক ছাড়াও আছেন মোহাম্মদ হাফিজ, লরি ইভান্স ও প্রাভিন টাম্বে।
অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান ও আফিফ হোসেন খেলবেন বাংলা টাইগার্স দলে। শ্রীলঙ্কান পেসার ইসুরু উদানা ছাড়াও এই দলে আছেন আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, ডেভিড ভিসা, মুজিব উর রহমান ও কাইস আহমেদ।
অবশ্য ড্রাফটে জায়গা পেলেও খেলা নিশ্চিত নয় ৬ বাংলাদেশি ক্রিকেটারের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র পেলেই নামতে পারবেন মাঠে। এই টুর্নামেন্ট চলার সময় ওয়েস্ট ইন্ডিজ দল চলে আসবে বাংলাদেশ সফরে।
ওয়ানডে সিরিজ শেষে টেস্ট সিরিজ চলবে। সেই দলে থাকতে পারেন তাসকিন ও মোসাদ্দেক। এক্ষেত্রে ১০ ওভারের ক্রিকেটের এ টুর্নামেন্টের এটি হবে চতুর্থ আসরে খেলার অনুমতি নাও পেতে পারেন তারা।
টি টেন লিগে তারকার কমতি নেই। খেলবেন ক্রিস গেইল, লুক রাইট, অ্যালেক্স হেলস, সুনিল নারাইন, কাইরন পোলার্ড, রবি রামপল, ইমরান তাহির, শহিদ আফ্রিদি, সামিত প্যাটেল, ক্রিস জর্ডান, টম ব্যান্টন, ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ নবি, এভিন লুইস, ফিদেল এডওয়ার্ডস, আন্দ্রে রাসেলের মতো বড় তারকারা।
আগামী ২৮ জানুয়ারি শুরু লিগ। শেষ ৬ ফেব্রুয়ারি। আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সব ম্যাচ।
Discussion about this post