ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত কয়েকমাস ব্যাটিং কোচ বিহীন চলছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে এবার আশার খবর দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি জানিয়েছেন আগামী মাসে ঘরের মাঠে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে ব্যাটিং কোচ পাচ্ছে টাইগাররা।
কোচ নিয়োগের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন ডারহামের সাবেক ওপেনার জন লুইসের নাম। এ প্রসঙ্গে নিজামউদ্দিন বলেন ‘জন লুইস আমাদের শর্টলিস্টে রয়েছে তবে কিছুই এখনও চূড়ান্ত হয়নি। আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের আগে ব্যাটিং পরামর্শক নিয়োগের প্রত্যাশা করছি।’
এর আগে আগস্টে মাসে পারিবারিক কারণ দেখিয়ে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে অব্যহতি নেন নেইল ম্যাকেঞ্জি। এরপর সাবেক নিউজিল্যান্ড ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলানকে ব্যাটিং পরামর্শকের জন্য নিয়োগ দিয়েছিল বিসিবি। কিন্তু বাবার মৃত্যুর কারণে নিজেকে সরিয়ে নিয়েছিলেন কিউইদের সাবেক এই ব্যাটিং কোচ। সেই থেকেই ব্যাটিং কোচ বিহীন চলছে বাংলাদেশ ক্রিকেট দল।
তবে নতুন বছরের শুরুতেই মুশফিকুর রহিম-তামিম ইকবালরা পেয়ে যাচ্ছেন ব্যাটিং পরামর্শ।
Discussion about this post