ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঢাকায় বসেই খবরটা পেয়েছিলেন- গুরুতর অসুস্থ শ্বশুর। মৃত্যু শয্যায় থাকা সেই মানুষটির সঙ্গে দেখা করতেই জরুরি ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে যুক্তরাষ্ট্রে রওনা দেন সাকিব আল হাসান। কিন্তু তিনি পৌঁছার আগেই দুঃসংবাদ। সাকিবের শ্বশুর মমতাজ আহমেদ (৭২) বুধবার দুপুরে মারা গেলেন।
গত তিন দশক ধরে যুক্তরাষ্ট্রে প্রবাসী সাকিবের শ্বশুর মমতাজ উদ্দিন। তিনি দীর্ঘদিন শ্বাসকষ্টে ভুগছিলেন। এরমধ্যে কিছুদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সাকিব যখন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ফাইনাল খেলতে প্রস্তুত হচ্ছিলেন তখনই খবরটা আসে। চটজলদি সাকিব রওয়ানা দেন যুক্তরাষ্ট্রে।
তিনি রাস্তায় থাকতেই মারা গেলেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বাবা (ন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশের নরসিংদী জেলার মনোহরদীতে বাড়ি মমতাজ আহমেদের।
গত সোমবার গাজী গ্রুপ চট্টগ্রামকে হারিয়ে ফাইনাল পা রাখে খুলনা। ম্যাচের পরই টিম হোটেল ছেড়ে বাসায় ফিরেন সাকিব। সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির রয়েছেন যুক্তরাষ্ট্রে। তাদের পাশে থাকতেই দেশ ছাড়েন সাকিব।
Discussion about this post