ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ম্যাচ রেফারিরা সাধারণত এমন পোশাকে মাঠে হাজির হন না। কিন্তু সোমবার পাজামা-পাঞ্জাবিতে দেখা মিলল রকিবুল হাসানকে। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের এলিমিনেটর ম্যাচে টসের সময় ম্যাচ রেফারির পোশাক চমকই ছিল।
সাদা পায়জামা-কালো পাঞ্জাবির সঙ্গে লাল-সবুজের উত্তরীয় পরে টস করতে নামেন রকিবুল হাসান। বেক্সিমকো ঢাকা ও ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের পাশে দাঁড়িয়ে পরিচালনা কনে টস।
এমন পোশাকের পেছনে জড়িয়ে আছে আবেগ, দেশপ্রেম। আজ সোমবার ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালে এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সুপরিকল্পিত হত্যা করা হয়। সেদিন বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, বুদ্ধিজীবিদের ওপর পাকিস্তানি হানাদার বাহিনী ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালিয়েছিল। এ কারণেই এটি বাংলাদেশের ইতিহাসের কালো অধ্যায়।
এই দিনটি স্মরণেই সাবেক ক্রিকেটার ও মুক্তিযোদ্ধা রকিবুল হাসান ব্লেজার-টাই রেখে পাজামা-পাঞ্জবিতে দেখা গেল।
গণমাধ্যমে রকিবুলে এনিয়ে বলেন, ‘আজ ১৪ ডিসেম্বর। আমাদের জাতির জীবনে সর্ববৃহৎ শোকের দিন। রাষ্ট্রীয়ভাবে প্রতিবছর এই দিনটা পালন করি। শ্রদ্ধা নিবেদন করি সেই বুদ্ধিজীবীদের, যাদের এই তারিখেই মেরে ফেলেছিল তখনকার পাকিস্তান সরকার ও রাজাকার বাহিনী। এই দিকপালদের এই দিনটাতে শ্রদ্ধা জানানো উচিত।’
১৪ ডিসেম্বরের ইতিহাস নতুন প্রজন্ম জানবে বলেই আশাবাদ রকিবুলের। তিনি নিজেও যে একজন মুক্তিযোদ্ধা।
Discussion about this post