ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হল। ভারতের বিপক্ষে ঘরের মাঠে চার ম্যাচ টেস্ট সিরিজের একমাত্র গোলাপি টেস্ট থেকে ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার। তার জায়গায় ঐ ম্যাচে খেলবেন জো বার্ন।
ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে-তে কুঁচকিতে চোট পান ওয়ার্নার। শেষ পর্যন্ত সেই চোটই তাকে ছিটকে দিল আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া গোলাপি টেস্ট থেকে।
প্রথম টেস্টের জন্য যে পুরোপুরি ফিট নন সেটা ঝুঝতে পেরেছেন ওয়ার্নার। এজন্য এ ওপেনার বলেছেন, ‘চোট এখন অনেকটাই ভালো। কিন্তু টেস্টে ম্যাচ কন্ডিশনের জন্য ১০০ শতাংশ ফিট থাকা জরুরি। সেটা যেমন নিজের মনের কাছে এবং তেমনই টিমমেটদের কাছে। আসলে রানিং বিটুইন দ্য উইকেট, ফিল্ডিংয়ে তৎপর থাকতে পুরো ফিট থাকা প্রয়োজন।’
এদিকে ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে অস্ট্রেলিয়া-ভারতের মধ্যেকার দ্বিতীয় টেস্ট। ঐ ম্যাচে খেলতে উদগ্রীব ওয়ার্নার। আশা করছেন ফিরবেনও।
Discussion about this post