ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিনি অনুশীলনে নামতেই নড়েচড়ে বসেছেন সবাই। মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে এখন শুরু হয়ে গেছে টানাটানি! তাকে পেতে আগেই হাত বাড়িয়েছে ফরচুন বরিশাল ও জেমকন খুলনা। এবার আগ্রহের কথা জানাল বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের আরেক দল মিনিস্টার গ্রুপ রাজশাহী।
একাধিক দল আগ্রহী হওয়ায় লটারির মাধ্যমেই মাশরাফিকে পাবে একটি দল। উন্মুক্ত সেই লটারিতে যে দলের নাম উঠবে, সে দলেই খেলবেন মাশরাফি।
তবে রাজশাহী মাশরাফির দিকে হাত বাড়াতেই জমে উঠল ত্রিমুখী লড়াই। দলটির মিডিয়া ম্যানেজার ও বাংলাদেশের দলের সাবেক ওপেনার হান্নান সরকার জানাচ্ছিলেন, ‘সাইফউদ্দিনকে নিয়ে যে পরিকল্পনা সাজিয়ে- সেখানে বড় একটা ধাক্কা খাওয়ার পরে সাইফউদ্দিনকে আশা করছি পেতে যাচ্ছি। যদি মাশরাফিকে পাই, দলের শক্তি অনেক বেড়ে যাবে। সাইফউদ্দিন, মাশরাফি দুজনকে একসঙ্গে খেলাতে পারলে বিশাল একটা পাওয়া হবে আমাদের।’
গত মঙ্গলবার অনুশীলন করতে মিরপুরে একাডেমিতে আসেন মাশরাফি। তারপরই তাকে পেতে আবেদন করে ফরচুন বরিশাল। তারপর জেমকন খুলনা। সঙ্গে যোগ হলো মিনিস্টার গ্রুপ রাজশাহীও।
তবে মাশরাফি ফিট কীনা এখনো নিশ্চিত উত্তর মিলছে না। তিনি ফিট থাকলেই খেলতে পারবেন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে। তিনটি দল মাশরাফিকে নিতে আবেদন করলেও বিসিবি এখনও কিছু জানায় নি।
Discussion about this post