ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের শুরুতেই পথ হারাল বেক্সিমকো ঢাকা। টানা দ্বিতীয় ম্যাচেও হার দেখল ফেভারিটরা। আগের ম্যাচে লড়ে হারলেও এবার চেনা গেলো না দলটিকে। দায়ী আসলে ব্যাটসম্যানরাই। একের পর এক উইকেট হারিয়ে দলের সর্বনাশ করেছেন তারাই। দল যদি অল্প পুঁজিতে অলআউট হয় তবে আর কীইবা করতে পারেন ব্যাটসম্যানরা।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ম্যাচে ঢাকাকে সহজেই হারাল গাজী গ্রুপ চট্টগ্রাম। ৯ উইকেটের দারুণ জয় টুর্নামেন্ট শুরু করেছে চট্টগ্রাম।
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৮৮ রানে অলআউট ঢাকা। এরপর মাত্র ১ উইকেট হারিয়ে ১০.৫ ওভারে জয়ের বন্দরে নোঙর করে বন্দরনগরীর দলটি।
রাতের আলোয় ঢাকার ব্যাটসম্যানরা শুধু উইকেটে আসা যাওয়ার দায়টুকু যেন সেরেছেন। তবে একজন ছিলেন ব্যতিক্রম। তিনি নাঈম শেখ। তার ব্যাটেই দল হাফসেঞ্চুরি পেরোনো স্কোর পেয়েছে। নাঈম শেখ করেন ২৩ বলে ৪০ রান। দলের বাকি সব ব্যাটসম্যানরা সম্মিলতিভাবে করেছেন ৩৯ রান। বাকি ৯ রান অতিরিক্ত।
তারপর জবাব দিতে নেমে সৌম্য সরকার ও লিটন দাসের উদ্বোধনী জুটিতে দল জঢটা সহজ হয়ে যায়। ৩৩ বলে ৩৪ রান করেন লিটন। সৌম্য অপরাজিত ২৯ বলে ৪৪। তারপর দল ১০.৫ ওভারে তুলে নেয় জয়।
আসলে টস হেরে ব্যাট করতে নেমেই ম্যাচটা হারিয়ে ফেলে চট্টগ্রাম। দল হারায় একের পর এক উইকেট। তারপর আর পথে ফিরতে পারেনি। হেরেছে ম্যাচটাও।
সংক্ষিপ্ত স্কোর-
বেক্সিমকো ঢাকা: ১৬.২ ওভারে ৮৮ (তানজিদ ২, নাঈম ৪০, সাব্বির ০, মুশফিক ০, আকবর ১৫, শাহাদাত ২, আবু হায়দার ০, মুক্তার ১২, নাসুম ৮, রুবেল ০, মেহেদি রানা ০*; নাহিদুল ৩-০-১৩-১, শরিফুল ৩-১-১০-২, মুস্তাফিজ ৩.১-১-১৩-২, মোসাদ্দেক ২-০-৯-২, তাইজুল ৪-০-৩২-২, সৌম্য ১-০-২-১)।
গাজী গ্রুপ চট্টগ্রাম: ১০.৫ ওভারে ৯০/১ (লিটন ৩৪, সৌম্য ৪৪*, মুমিনুল ৮*; রুবেল ৩-০-২৩-০, মেহেদি ৩-০-৩০-০, আবু হায়দার ২-০-১৫-০ মুক্তার ১-০-১০-০, নাসুম ১-০-৫-১, শাহাদাত ০.৫-০-৭-০)।
ফল: গাজী গ্রুপ চট্টগ্রাম ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মোসাদ্দেক হোসেন
Discussion about this post