ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এইতো সেদিন সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি দা উঁচিয়ে হত্যার হুমকি দিয়েছেন সাকিব আল হাসানকে। এ কারণেই বিশ্বসেরা এই অলরাউন্ডারের নিরাপত্তা বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার অনুশীলনে নিরাপত্তারক্ষীকে নিয়ে মাঠে ঢুকলেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার।
বুধবার দুপুরে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে পা রাখেন সাকিব। তারপরই কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে চলে যান ইনডোরে। তখন তার পাশে হাঁটতে দেখা যায় সশস্ত্র একজ নিরাপত্তারক্ষীকে।
জানা গেল, মাঠে-বাসায় সাকিবের নিরাপত্তার জন্য নতুন এই ব্যবস্থা নিয়েছে বিসিবি।
সিলেটের মহসিন তালুকদার নামের এক ব্যক্তি সাকিবকে হত্যার হুমকি দেন। অকথ্য গালাগাল দিয়ে এ ব্যক্তি সাকিবের কলকাতায় কালীপূজার অনুষ্ঠানে যোগ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। র্যাব অবশ্য সেই হুমকিদাতাকে একদিনের মধ্যেই তাকে গ্রেপ্তার করেছে। বিসিবি এ পরিস্থিতিতে সাকিবের বাড়তি নিরাপত্তার উদ্যোগ নিয়েছে।
গণমাধ্যমে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন জানালেন, ‘আমরা সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে একটু বাড়তি সতর্কতার অংশ হিসেবেই এ ব্যবস্থা নিয়েছি। সাকিব নিজেও এখন ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতায় ভোগার কথা জানিয়েছিলেন আমাদের। এ কারণেই তাকে স্বস্তি দেওয়ার জন্য এমন বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি।’
গানম্যান এখন তার বাসায়ও নিরাপত্তায় থাকবেন। এ অবস্থায় বিসিবি পাশে আছে সাকিবের। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে উঠা ক্রিকেটার এ মাসেই ফিরবেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে।
এদিকে সোমবার রাতে নিজের ইউটিউব চ্যানেলে সাকিব জানান- কলকাতায় পূজা উদ্বোধন করতে যাননি তিনি। তবে অভিযোগ স্বীকার না করলেও ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন।
Discussion about this post