ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঢাকার পালা আপাতত শেষ। এবার সিলেটে বসবে ৩১ যুব ক্রিকেটারের অনুশীলন ক্যাম্প। দুই সপ্তাহের ক্যাম্প চলবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২২ নভেম্বর শুরু, শেষ ৪ ডিসেম্বর।
এরইমধ্যে বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করল অনূর্ধ্ব-১৯ দল। বোর্ড জানাল দুই সপ্তাহের কর্ম পরিকল্পনা। বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ডাক পাওয়া ক্রিকেটাররা রিপোর্টিং করবেন।
এরপরই ২১ নভেম্বর যুবা ক্রিকেটারদের করোনা পরীক্ষা হবে। পরের দিনই সড়ক পথে সিলেটে যাবেন জুনিয়র টাইগাররা। শহরের হোটেল ফরচুনে উঠবেন তারা।
ক্যাম্প চলাকালীন সময়ে নিজেদের মধ্যে প্রথম সপ্তাহে দুটি ও দ্বিতীয় সপ্তাহে তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলবে অনূর্ধ্ব-১৯ দল। ২৫, ২৭, ৩০ নভেম্বর, ২ ও ৪ ডিসেম্বর পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
সব ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় ফিরবেন জুনিয়র টাইগাররা।
গত আগস্টে ৪৬ জন ক্রিকেটার নিয়ে বিকেএসপিতে শুরু হয় অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। সেখানে স্কিল ক্যাম্পের দলে ডাকা হয় ২৮ জনকে। তখনই ক্যাম্প চলার সময় ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্য মিলিয়ে প্রায় ১৫ জনের নানারকম উপসর্গ দেখা দেয়। অনেকে করোনায় আক্রান্ত হন। এ কারণেই গত মাসের মাঝামাঝি ক্যাম্প স্থগিত করে দেওয়া হয়।
ওপেনার: মোহাম্মদ ইমন আলী, ইফতেখার হোসেন ইফতি, মোহাম্মদ হাবিবুর শেখ মুন্না, মোহাম্মদ প্রান্তিক নওরোজ নাবিল, নাঈম আহমেদ।
মিডল অর্ডার ব্যাটসম্যান: মোহাম্মদ সাকিব শাহরিয়ার, মোহাম্মদ সোহাগ আলী, এস এম মেহরোব হাসান, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ খালিদ হাসান, আইছ মোল্লা, মোহাম্মদ আশরাফুল হাসান রিশাদ খান, তৌহিদুল ইসলাম ফেরদৌস।
অলরাউন্ডার: মোহাম্মদ মিসবাহ আহমেদ সানা, মাকসুদুর রহমান, মোহাম্মদ গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, মোহাম্মদ জিল্লুর রহমান, মোহাম্মদ জাকারিয়া ইসলাম শান্ত।
পেসার: মোহাম্মদ মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, মোহাম্মদ বায়েজিদ মিয়া রোমান, মোহাম্মদ আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, রিপন মন্ডল, মোহাম্মদ মুস্তাকিম মিয়া।
স্পিনার: আহসান হাবিব লিওন, নাঈমুর রহমান নয়ন, মোহাম্মদ আশরাফুল ইসলাম সিয়াম, শামসুর ইসলাম ইপন, শায়ান আহমেদ চৌধুরী।
Discussion about this post