ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিন ফরম্যাটের সিরিজ খেলতে গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় গেছে ভারত। সন্তানের আগমনের অপেক্ষায় থাকা বিরাট কোহলি অবশ্য পুরো সিরিজে দলের সঙ্গে থাকতে পারবেন না। এতে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছে চ্যানেল সেভেন।
স্ত্রী আনুশকা শর্মা সন্তানসম্ভবা। তার পাশে থাকতে কোহলি চার ম্যাচের টেস্ট সিরিজের একটি ম্যাচ খেলেই ফিরে আসবেন দেশে। তার আগে অবশ্য খেলবেন তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের দুই সিরিজ।
কোহলি যে তিনটি টেস্টে খেলবেন না, তা-ই বিরাট আর্থিক ক্ষতির মুখে ফেলেছে চ্যানেল সেভেনকে। টেলিভিশন চ্যানেলটি অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের সম্প্রচারক, যারা বিনামূল্যে অন এয়ারে খেলা সম্প্রচার করে। কোহলিকে কেন্দ্র করে ইতোমধ্যে বিজ্ঞাপনও সাজিয়েছে। কোহলির অনুপস্থিতির কথা শুনে তাই সম্প্রচারকদের মাথায় হাত। অবশ্য এতে লাভ হয়েছে অর্থের বিনিময়ে খেলা সম্প্রচার করা ফক্স স্পোর্টসের। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ব্রডকাস্টারের দায়িত্বে আছে ফক্স স্পোর্টস। আবার দুই চ্যানেলই দেখাবে সিরিজের প্রথম টেস্ট, অ্যাডিলেডের যে ম্যাচে খেলা হবে গোলাপি বলে। ফক্স স্পোর্টসের সুসময়ে চ্যানেল সেভেনের সামনে ঘোর দুঃসময়। ক্রিকেট বিশ্বের বর্তমান সময়ের সবচেয়ে বড় সুপারস্টারের অনুপস্থিতিতে চ্যানেলটি কাঙ্ক্ষিত দর্শকের খোঁজ পাবে কি না, এ নিয়ে আছে শঙ্কা।
ফক্স স্পোর্টস তাদের সম্প্রচারের আওতাধীন সবগুলো ম্যাচেই কোহলিকে পাচ্ছে। কিন্তু চ্যানেল সেভেন চার টেস্টের মাত্র একদিন পাবে ভারতীয় অধিনায়ককে। তাই চ্যানেলটিকে গুনতে হবে লোকসানও!
Discussion about this post