ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
১০ নভেম্বর, ২০০০! রাজধানী ঢাকায় শীত আসবো, আসছি করছে! শিশির জমেছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাত সকালে। শহর তখনো জেগে উঠেনি। টস করতে নামলেন সৌরভ গাঙ্গুলি ও নাঈমুর রহমান দূর্জয়। লেখা হলো নতুন এক ইতিহাস। সেই ঐতিহাসিক ঘটনার দুই দশক পূর্তি আজ মঙ্গলবার।
দশম দেশ হিসেবে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায় ২০০০ সালের ২৬ জুন। এরপর পাঁচমাস অপেক্ষা শেষে নভেম্বরে টেস্ট মিশনে নামে টাইগাররা। যেখানে নাঈমুর রহমান, আমিনুল ইসলাম, শাহরিয়ার হোসেন ও হাবিবুল বাশার সুমনরা সাদা পোশাকের অভিজাত ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেন। ভারতের বিপক্ষে সেই টেস্ট অবশ্য হেরেছিল দল।
তবে শতরান তুলে নিয়ে ইতিহাসে জায়গা করে নেন আমিনুল ইসলাম বুলবুল। হাফসেঞ্চুরি করেন হাবিবুল বাশার। ২০ বছর আগে প্রথম ম্যাচে ৯ উইকেটের হার দিয়ে শুরু হয় বাংলাদেশের টেস্ট অধ্যায়।
এরপর গত দুই দশকে টেস্ট ক্রিকেটে তেমনটা এগিয়ে যেতে পারেনি দল। এখনো সাদা পোশাকের ক্রিকেটে এলোমলো তারা। এরমধ্যে টাইগাররা খেলেছে ১১৯টি টেস্ট। জয় পেয়েছে মাত্র ১৪টিতে। হারের পাল্লা ভারি, ৮৯টি ম্যাচ। ড্র ১৬টিতে।
টেস্টে প্রথম জয় পেতে অপেক্ষা করতে হয়েছে ৫ বছর। ২০০৫ সালের ১০ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ধরা দেয় জয়। এরপর অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলকে হারালেও ছিল না ধারাবাহিকতা। এমন কী নবীন আফগানিস্তানের কাছেও হেরেছে টাইহাররা।
দুই দশক পেরিয়েও র্যাংকিংয়ে সেই ১০ নম্বরে দল। অথচ নবম স্থানে উঠে গেছে আফগানিস্তান।
সত্যিকার অর্থে ঘরোয়া পর্যায়েও সাদা পোশাকের ক্রিকেট অনেকটা অবহেলিত। উঠে আসছে না তারকা। এমন কী ২০ বছরে ৯৬ খেলোয়াড়ের অভিষেকেও বদলায় নি কিছুই। কবে বদলাবে তাও বলা যাচ্ছে না। তবে দিন ফিরবে এমনটা ক্রিকেটপ্রেমীরা প্রত্যাশা করতেই পারেন!
Discussion about this post