ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৯। সেদিন সন্ধ্যাটি ছিল ঝড়-বৃষ্টির। এমন এক বিরুদ্ধ পরিবেশে সাকিব আল হাসান এসেছিলেন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। জানিয়ে দেন জুয়াড়ির অনৈতিক প্রস্তাবের কথা সংশ্লিষ্টদের না জানানোর কারণে আইসিসি নিষিদ্ধ করেছে তাকে। যে ক্রিকেট তার ভালোবাসার জায়গা, সেখান থেকে এক বছরের জন্য বিদায় নিয়েছিলেন জনাকীর্ণ সংবাদ সম্মেলনে একটা ছোট্ট বক্তব্য দিয়ে। আজ ৩৭৬ দিন পর সাকিব আবার ফিরেছেন প্রিয় সেই আঙিনায়। এবার নিষেধাজ্ঞা কাটিয়ে, নির্ভার চিত্তে।
সব কিছু ঠিক থাকলে এ মাসের শেষ দিকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফিরবেন সাকিব। সেটিকে সামনে রেখে ফিটনেস পরীক্ষার জন্যই তিনি আজ এসেছিলেন মিরপুরে।
সোমবার মিরপুরে ফিরলেও ফিটনেস পরীক্ষা দেননি সাকিব। তবে মুশফিকুর রহিমের সঙ্গে ড্রেসিং রুমে বসে মেতে উঠেন আড্ডায়। প্রায় আধ ঘণ্টা ধরে আড্ডা দেন দুই পুরোনো বন্ধু। বেশ অনেক দিন পরই যে দেখা হলো দুজনের। এরপর সেখান থেকে এ অলরাউন্ডার যান ইনডোরের দিকে। সেখানেই সাকিব সহ আর ১৯ জনের ফিটনেস পরীক্ষা হওয়ার কথা। কিন্তু ফিটনেস পরীক্ষা না দিয়েই ফিরে এলেন। পথে মিরপুরের উইকেটে একবার চোখ বুলিয়ে গেলেন। এরপর সোজা চলে যান একাডেমির জিমে। বিসিবির ট্রেনার তুষার কান্তি হাওলাদার জানিয়েছেন, আগামী বুধবার ফিটনেস পরীক্ষা দেবেন সাকিব।
Discussion about this post