ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগের ম্যাচেই দুর্দান্ত বল করেছেন তিনি। তুলে নিয়েছিলেন প্রতিপক্ষের দুই ব্যাটসম্যানের উইকেট। কিন্তু সেই জাহানারা আলমকেই দ্বিতীয় ম্যাচে বল করার সুযোগই দিলেন না অধিনায়ক মিতালি রাজ। সুযোগ পেলেও উইকেটের দেখা পেলেন না জাহানারার প্রতিপক্ষ দলে খেলা সালমা খাতুন। দুই ওভারে পেলেন না উইকেট।
ভারতের উইমেন টি-টুয়েন্টি চ্যালেঞ্জে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম। মেয়েদের আইপিএল খ্যাত এই টুর্নামেন্টের এই ম্যাচে ব্যক্তিগত পারফরম্যান্সে তেমন কিছু করা হয়নি দুজনের। অবশ্য দলীয় পারফরম্যান্সে সালমার দল ট্রেইলব্লেজার্স সহজেই হারাল জাহানারার ভেলোসিটিকে।
আগের ম্যাচেই ভেলোসিটি পেয়েছিল সহজ জয়। এবার ফ্লপ! সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ভেলোসিটি করে মাত্র ৪৭ রানে। ম্যাচে ট্রেইলব্লেজার্স জেতে ১ উইকেট হারিয়ে ৭.৫ ওভারে।
ট্রেইলব্লেজার্সের হয়ে খেলা ইংলিশ বাঁহাতি স্পিনার সোফি এক্লেস্টোন নেন ৯ রানে ৪ উইকেট। জয়ের কারিগর তিনিই।
সালমা ১২ ওভারের পর সুযোগ পেয়ে করতে পারলেন দুই ওভার। যেখানে ২ ওভারে মাত্র ৪ রান দেন এই পেসার।
অন্যপ্রান্তে জাহানারাকে ব্যাটিংয়ে নামানো হয় ১১ নম্বরে। সালমার একটি বল খেলেন তিনি। সেই বলে নেন ১ রান। তারপরই শেষ ইনিংস। এরপর জাহানারা বল হাতে সুযোগই পেলেন না। তবে তার দল যে একটি উইকেট পেয়েছে সেখানে আছে জাহানারার ভূমিকা। ক্যাচ নেন তিনি।
Discussion about this post