ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাস থমকে দিয়েছিল সবকিছু। অনেকটা সময় বন্ধ ছিল প্রতিযোগিতামূলক ক্রিকেট। মার্চের পর এই অক্টোবরে ফের মাঠে নামেন মুশফিকুর রহিম-তামিম ইকবালরা। তারা খেলেছেন তিন দলের ওয়ানডে টুর্নামেন্টে। মিরপুরে দিবা-রাত্রির ম্যাচে শঙ্কা কেটে মাঠে ফিরেছে ক্রিকেট।
সব ঠিক থাকলে এই নভেম্বরে ফের মাঠে নামবেন টাইগার ক্রিকেটাররা। পাঁচ দলের টি-টুয়েন্টি টুর্নামেন্টে চমক হিসেবে থাকবেন সাকিব আল হাসান। যিনি নিষেধাজ্ঞা কাটিয়ে উঠেছেন। ফের ক্রিকেট মাঠে থাকতে কোন সমস্যা নেই। জুয়াড়িদের অনৈতিক প্রস্তাব গোপন করার মাশুল দিয়ে এক বছর নিষিদ্ধ ছিলেন তিনি।
সাকিবের ফেরার টুর্নামেন্টে দেখা যাবে মাশরাফি বিন মর্তুজাকেও। তিনিও গত মার্চের পর থেকে নেই ক্রিকেটে।
সুখবর আছে নারী ক্রিকেটারদেরও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের চেয়ারম্যান নাদেল চৌধুরী এনিয়ে জানালেন, ‘ডিসেম্বরে আমরা মেয়েদের নিয়ে একটি টুর্নামেন্ট করবো। আমাদের আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে আছে। তবে শিগগিরই টুর্নামেন্টটা করবো আমরা। বিভাগীয় দলগুলো নিয়ে একটি টুর্নামেন্ট করবো। এ মুহূর্তে হয়তো ক্লাবগুলো খেলতে রাজিহবে না।’
ফেব্রুয়ারিতে হয়েছিল মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। যেখানে তেমন কিছু করতে পারেনি টাইগ্রেসরা। এরপরই আঞ্জু জৈন বাংলাদেশের দায়িত্ব ছাড়েন। এ কারণেই নতুন কোচের খোঁজে বিসিবি। নাদেল চৌধুরী বলেন, ‘ডিসেম্বরে কোচ চূড়ান্ত করবো আমরা। আমরা এমন কাউকে নিয়োগ দিতে চাইছি যিনি দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকতে পারবেন।’
এদিকে নারী ক্রিকেট দরের দুই সিনিয়র সদস্য জাহানারা আলম ও সালমা খাতুন আছেন ক্রিকেটেই। নারীদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে এরইমধ্যে চলে গেছেন সংযুক্ত আরব আমিরাতে।
Discussion about this post