ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নভেম্বরের মাঝামাঝি সময়ে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। সেখানে দলটি খেলবেচার টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টেয়েন্টির সিরিজ। ঘরের মাঠে এই লড়াইটা বেশ কঠিন হবে বলে মনে করেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার। সেইসঙ্গে ভারতের মাটিতে হারার তেতো স্বাদ তো আছেই। তাই ভারতের কাছে হারের প্রতিশোধ নিতে প্রস্তুত হচ্ছে অস্ট্রেলিয়া। এমন আভাসই দিয়েছেন তিনি।
আগামী ১২ নভেম্বর ভারত যাবে অস্ট্রেলিয়াতে। ২৭ নভেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৭ ডিসেম্বর শুরু হবে টেস্ট সিরিজ। এই সফরে চার টেস্ট খেলবে ভারত। অ্যারন ফিঞ্চ, স্টয়নিস, ওয়ার্নার, স্মিথ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পা আইপিএল খেলছেন। বাকিদের নিয়ে কোচ ল্যাঙ্গার প্রস্তুতিতে নেমে পড়েছেন। ভারতের বিপক্ষে পুরোনো হিসাব মেলাতে শিষ্যদের তৈরি করছেন অসি কোচ।
অনুশীলনের ফাঁকে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে ল্যাঙ্গার বলেন, ‘শেষবার ভারত এখানে এসে যে তিক্ত স্বাদ দিয়েছিল, সেটা আমার ক্রিকেটাররা ভোলেনি। ব্যাটে হোক কিংবা মাঠের নেতৃত্বে—বিরাট কোহলির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতা আমি পছন্দ করি। ভারতের বোলিং আক্রমণ এখন দুর্দান্ত। তাই শক্ত সিরিজ হতে যাচ্ছে। তবে এটুকু বলতে পারি ভারতকে হারানোর মতো দল এবার আমার আছে।’
অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ভারত ২০১৮ সালে। অ্যাডিলেড আর মেলবোর্নে অসিদের ধরাশায়ী করে চার টেস্টের সিরিজও ২-১ ব্যবধানে জেতে বিরাট কোহলির দল। সেবার অবশ্য ওয়ার্নার ও স্মিথ ছিলেন না। তবে এবার তারা থাকায় পূর্ণ শক্তির দলই পাচ্ছে অজিরা। যে কারণে বিরাট কোহলির আগেই হুঙ্কার দিয়ে রাখল অস্ট্রেলিয়া!
Discussion about this post