ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নতুন এক মিশন শুরু করলেন তিনি। ২৬ ক্রিকেটার নিয়ে মিরপুর হোম অব ক্রিকেটে চলছে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্যাম্প। যেখানে রয়েছেন যুব বিশ্বকাপজয়ী দলের ১৩ ক্রিকেটার। সেই শিষ্যদের নিয়ে উচ্ছ্বসিত এইচপির ইংলিশ কোচ টবি র্যাডফোর।
অনুশীলনে নেমে বলছিলেন, ‘আমি বেশকিছু মেধাবীকে দেখে খুবই খুশি হয়েছি। ডগস্টিকে থ্রো করার জন্য মাঠে আমাদের একজন তরুণ ছেলে আছে যাকে সবাই জোফরা বলে ডাকে। ও ঘণ্টায় ৯০ মাইল বেগে বল ছুঁড়তে পারে। সেখানে অবশ্য ৩/৪ জন ব্যাটসম্যানকে আজ সকালে পেয়েছি যারা এর বিরুদ্ধে দাঁড়িয়ে দারুণ টেকনিক, সাহস দেখিয়েছে যারা কিনা শীর্ষ পর্যায়ের টেস্ট খেলোয়াড় হয়ে উঠতে পারে।’
দলের বেশ কয়েকজনকে মনে ধরেছে কোচ টবি র্যাডফোর। জানাচ্ছিলেন, ‘৩ থেকে ৪ জনকে আমার মনে ধরেছে। তবে কোচ হিসেবে আমি আরও সময় দিতে চাই। আমাদের মধ্যে কিছু ২ দিনের ম্যাচ, ৫০ ওভার ও ২০ ওভারের ম্যাচ রয়েছে আগামী সপ্তাহে। আমি সেখানে আরও অনেককেই দেখতে চাই।’
এই সময়টাতে জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে থাকার কথা ছিল বিসিবি এইচপি দলের। কিন্তু কোয়ারেন্টিনের নিয়ম নিয়ে জটিলতায় মুশফিকদের মতো স্থগিত হয়ে গেছে এইচপি দলের সফর। তাতে হতাশ নন কোচ।
মঙ্গলবার থেকে প্রধান কোচ র্যাডফোর্ডের শুরু করেছেন শিষ্যদের নিয়ে অনুশীলন। বৃহস্পতিবার ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে র্যাডফোর্ড বলেন, ‘শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান বা বাংলাদেশে খেললে কন্ডিশন ওই একই রকমের। জানুয়ারিতে আয়ারল্যান্ড ‘এ’ দল আসবে। আমি বোর্ডকে বলেছি, ইংল্যান্ডের মতো কোনো জায়গায় দলকে সফরে দেখতে খুব আগ্রহী আমি, যেখানে উইকেট সবুজ, বল সুইং করবে, সিম করবে। বোলাররা ওই কন্ডিশনে বল করতে শিখবে, ব্যাটসম্যানরা ব্যাট করতে শিখবে।’
র্যাডফোর্ডের মতে,ইংল্যান্ডের মতো কোনো জায়গায় খেললে এইচপি ক্রিকেটারদের ভালো পরীক্ষা হবে। কন্ডিশনের কথা ভেবেই এমনটা চান তিনি।
Discussion about this post