ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শুক্রবার হচ্ছে না বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল। বৃষ্টির শঙ্কায় খেলা পেছাল। বৃহস্পতিবার দিনভর ছিল বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, এই বৃষ্টি থাকতে পারে শনিবার পর্যন্ত। তার পথ ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্টস কাপের ফাইনালের সূচি পেছাল।
ফাইনাল ম্যাচ হবে শুক্রবার, ২৩ অক্টোবর। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ শুরু রোববার দুপুর ১টা ৩০ মিনিটে। যেখানে শিরোপার জন্য লড়বে মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ ও নাজমুল হোসেন একাদশ।
ফাইনাল ম্যাচ বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। একইসঙ্গে বাংলাদেশ বেতার পুরো খেলার ধারাভাষ্য দেবে। অবশ্য আগের সবগুলো ম্যাচের ধারাভাষ্য বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারিত হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউব চ্যানেলেও খেলা দেখানো হয়েছে।
রোববার ফাইনালে জয়ী দল প্রাইজমানি হিসেবে পাবে ১৫ লাখ টাকা। সব মিলিয়ে টুর্নামেন্টে প্রাইজমানি ছিল ৩৬ লাখ ৭৫ হাজার টাকা।
Discussion about this post