ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট হাতে তেমন সুযোগ না পেলেও বল হাতে ঠিকই নিজের জাত চিনিয়েছেন ডোয়াইন ব্রাভো। কিন্তু এ তারকা গত শনিবার হঠাৎ করেই কুচকির চোটে পড়েন। তাই ধারণা করা হচ্ছিলো চেন্নাই সুপার কিংসের জার্সিতে এবার আর খেলতে পারবেন না। শেষ পর্যন্ত সেটাই সত্যি হল বুধবার। এদিন জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে ব্যাপারটি নিশ্চিত করেছেন চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা কাশি বিশ্বনাথ।
ডান কুচকিতে গ্রেড-১ টিয়ার ধরা পড়েছে ব্রাভোর। ফলে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে। বৃহস্পতিবার আরব আমিরাত ছেড়ে নিজ দেশে ফিরে যাবেন ব্রাভো। এমনটাই জানিয়েছেন, চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা কাশি বিশ্বনাথ
গত শনিবার দিল্লি ক্যাপিট্যালসের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন ব্রাভো। যে কারণে সেদিন নিজের কোটার চার ওভারের মধ্যে তিনটি করতে পেরেছিলেন তিনি, ২৩ রান খরচায় নিয়েছিলেন ১টি উইকেট। পরে সোমবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে চেন্নাইয়ের পরের ম্যাচটিতেও খেলতে পারেননি ব্রাভো।
এবারের আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে সব মিলিয়ে ব্রাভো খেলেছেন ছয় ম্যাচ। যেখানে ব্যাট হাতে দুই ইনিংসে করেছেন ৭ রান এবং বল হাতে নিয়েছেন ৬ উইকেট।
Discussion about this post