ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিন দলীয় বিসিবি প্রেসিডেন্ট কাপে বাঁচা-মরার লড়াইয়ে ছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না! তেমন এক ম্যাচে সোমবার অধিনায়কের মুখে হাসি ফোটালেন রুবেল হোসেন ও মাহমুদুল হাসান।
শুরুতে রুবেল হোসেনের দুর্দান্ত বোলিং এরপর মাহমুদুল হাসান ও অধিনায়ক রিয়াদের ফিফটিতে ধরা দিল জয়। বিসিবি প্রেসিডেন্ট’স কাপের পঞ্চম ম্যাচে তামিম একাদশের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে মাহমুদউল্লাহ একাদশ।
সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচে ইয়াসির আলি ও মাহিদুল ইসলাম অঙ্কনের ফিফটিতে তামিম ইকবালের দল ৫০ ওভারে করে ২২১ রান। আগের দুই ৩টি করে উইকেট নেওয়ার পর এবার রুবেল হোসেন আরো্ ভয়ঙ্কর। ৩৪ রানে নেন ৪ উইকেট।
এরপর জবাবে নেমে মাহমুদউল্লাহ একাদশের হয়ে মাহমুদুল করেন ৫৮। অধিনায়ক মাহমুদউল্লাহ ৬৭ রানে ফেরেন। ইমরুলের ৪৯ রান। ৫ বল বাকি রেখেই দল জয়ের বন্দরে।
এ অবস্থায় চার ম্যাচে মাহমুদউল্লাহর দল পেল দুটি জয়। তিন ম্যাচে শান্ত একাদশের জয় দুটি, তামিম একাদশের একটি। তামিম ও শান্ত একাদশের বুধবারের লড়াই দিয়ে চূড়ান্ত হবে দুই ফাইনালিস্ট।
সংক্ষিপ্ত স্কোর-
তামিম একাদশ: ৫০ ওভারে ২২১/৮ (তামিম ৯, তানজিদ ১, এনামুল ১, ইয়াসির ৬২, মিঠুন ২, অঙ্কন ৫৭, মোসাদ্দেক ৪০, সাইফ উদ্দিন ৩৮, মেহেদি ১*, তাইজুল ০*; রুবেল ১০-৩-৩৪-৪, আবু হায়দার ১০-০-৪০-১, ইবাদত ১০-১-৬০-২, রকিবুল ১০-০-৩২-০, মিরাজ ৫-০-৩০-০, মাহমুদউল্লাহ ৫-০-২৩-০)।
মাহমুদউল্লাহ একাদশ: ৪৯.১ ওভারে ২২২/৬ (নাঈম ৩, লিটন ৫, মাহমুদুল ৫৮, ইমরুল ৪৯, মাহমুদউল্লাহ ৬৭, সোহান ২৬*, সাব্বির ৩, মিরাজ ০*; সাইফ উদ্দিন ১০-১-৪৯-৩, মুস্তাফিজ ১০-১-৫৩-১, মেহেদি ৯.১-০-৩৬-০, খালেদ ১০-০-৩৯-১, তাইজুল ১০-০-৪০-১)।
ফল: মাহমুদউল্লাহ একাদশ ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: রুবেল হোসেন
ব্যাটসম্যান অব দা ম্যাচ: মাহমুদুল হাসান
বোলার অব দা ম্যাচ: রুবেল হোসেন
ফিল্ডার অব দা ম্যাচ: লিটন দাস
Discussion about this post