ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রাণঘাতি করোনাভাইরাস অনেক কিছুই কেড়ে নিয়েছে। ব্যতিক্রম নন, ক্রীড়াঙ্গনেও। তার পথ ধরেই পিছিয়ে গেল আরেকটি আর্ন্তজাতিক টুর্নামেন্ট। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে গেল। সব ঠিক থাকলে ২০২১ সালে হতে পারে এই আসর।
নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা ছিল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। কিন্তু করোনাভাইরাস মহামারির তা পিছিয়ে গেল। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এই সিদ্ধান্ত নিয়েছে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। সামনের বিশ্বকাপের দল গড়তে এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ নিয়ে পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। কিন্তু বিসিবির পরিকল্পনাও থমকে গেল।
বিসিবি’র গেম ডেভেলপমেন্ট ম্যানেজার এইএম কাউসার গণমাধ্যমে জানালেন, ‘আপনাদের জানা আছে নভেম্বরে এই টুর্নামেন্ট আয়োজন হওয়ার কথা ছিল। কিন্তু এখন সেটা পিছিয়ে গেছে ২০২১ সাল পর্যন্ত। আয়োজকদের সঙ্গে আলাপ আলোচনা করে ২০২১ সালের সুবিধাজনক সময়ে এই টুর্নামেন্টের নতুন সূচি ঠিক হবে।’
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানসহ আটটি দল এই টুর্নামেন্টে অংশ নেওয়ার চূড়ান্ত ছিল। আয়োজক সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যোগ হতো বাছাই পেরিয়ে আসা দুটো দল।
এর আগেই স্থগিত হয়েছিল বড়দের এশিয়া কাপ ক্রিকেট। গত সেপ্টেম্বরে এশিয়ার টেস্ট খেলুড়ে দেশগুলোকে নিয়ে এশিয়া কাপ ক্রিকেট হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে গেছে। সব ঠিক থাকলে ২০২১ সালের জুনে হতে পারে এই টুর্নামেন্ট।
Discussion about this post