ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শ্রীলঙ্কা সফর স্থগিতের খবরে চুপসে গিয়েছিলেন ক্রিকেটাররা। ফের মাঠের বাইরে চলে যেতে হয় কীনা এনিয়েও ছিল শঙ্কা! কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ব্যস্ত রাখছে ক্রিকেটারদের। তার অংশ হিসেবে রোববার শুরু হচ্ছে তিন দলের ডাবল লিগের ওয়ানডে সিরিজ। যার নাম বিসিবি প্রেসিডেন্টস কাপ।
এই করোনা কালের শঙ্কা কাটিয়ে ফ্লাডলাইটের আলোয় মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল একাদশ। টুর্নামেন্টের আরেক দলের নেতৃত্বে তামিম ইকবাল।
এই টুর্নামেন্ট অবশ্য মাঠে বসে দেখার সুযোগ নেই দর্শকদের। কারণ একটাই-করোনাভাইরাস। তবে ম্যাচ দেখা যাবে ভিডিও স্ট্রিমিংয়ের মাধ্যমে। বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে (www.facebook.com/bcbtigercricket) সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ বেতারে শোনা যাবে সরাসরি ধারাবিবরণী।
বিসিবি প্রেসিডেন্ট’স কাপ নিয়ে বেশ আশাবাদী ক্রিকেটাররা। শিরোপায় চোখ রেখেই নামতে চান অধিনায়ক মাহমুদউল্লাহ। শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলছিলেন, ‘আমাদের দল খুব ভালো হয়েছে টপঅর্ডার টু লেট মিডলঅর্ডার। স্পিনিং সাইড, পেস বোলিং ইউনিটও খুব ভালো। সবমিলিয়ে খুবই ব্যালান্সড দল। টুর্নামেন্টে ভালো করা সম্ভব। এ অবস্থায় প্রত্যাশা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়া। টুর্নামেন্টে ভালো খেলার জন্য সবাই মুখিয়ে আছি।’
আরেক ক্যাপ্টেন তামিম ইকবাল জানাচ্ছিলেন, ‘অনেক দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে আসছি। প্রতিদ্বন্দ্বিতামূলক একটা আসর হবে। আমার কাছে মনে হয় না যে কেউ এটাকে প্র্যাকটিস ম্যাচ বা সাধারণ টুর্নামেন্ট হিসেবে নেবে। আমরা যতটুক জাতীয় দলে সিরিয়াস থাকি, বাংলাদেশের হয়ে ম্যাচ খেলার সময়, ওই লেভেলের প্রতিন্দ্বন্দ্বিতা থাকবে। এটা একটা টুর্নামেন্ট, আমরা একটা দল, চ্যাম্পিয়ন হওয়ারই আমাদের চিন্তা। চ্যাম্পিয়ন হওয়াই আমাদের ইচ্ছা। দিন শেষে যে ভালো খেলবে সেই পাবে।’
মাহমুদউল্লাহ-তামিমের তুলনায় নবীন নাজমুল হোসেন শান্ত। তবে তিনিও চ্যাম্পিয়নই হতে মাঠে নামবেন। জানাচ্ছিলেন, ‘অবশ্যই ভালো লাগছে (টুর্নামেন্ট শুরু হচ্ছে)। কখনোই তো এরকম হয়নি যে এতদিন মাঠের বাইরে ছিলাম। এরকম একটা সিরিজ শুরু হচ্ছে, অবশ্যই অনেক রোমাঞ্চিত। আশা করছি, খুব ভালো একটা সিরিজ হবে। অবশ্যই আমাদের পরিকল্পনা থাকবে চ্যাম্পিয়নশিপের জন্যই খেলব। আশা করছি, যদি সহজাত খেলা আমরা খেলতে পারি, ভালো কিছুই হবে।’
সব মিলিয়ে ট্রফিতে চোখ রেখেই নামবে তিন দল। লড়াইয়ের মঞ্চটাও তৈরি!
টুর্নামেন্টের সূচি-
১১ অক্টোবর: মাহমুদউল্লাহ একাদশ-শান্ত একাদশ
১৩ অক্টোবর: মাহমুদউল্লাহ একাদশ-তামিম একাদশ
১৫ অক্টোবর: তামিম একাদশ-শান্ত একাদশ
১৭ অক্টোবর: মাহমুদউল্লাহ একাদশ-শান্ত একাদশ
১৯ অক্টোবর: মাহমুদউল্লাহ একাদশ-তামিম একাদশ
২১ অক্টোবর: তামিম একাদশ-শান্ত একাদশ
২৩ অক্টোবর: ফাইনাল
Discussion about this post