ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত কয়েকদিনে ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সোচ্চার দেখা গেছে বেশিরভাগ ক্রিকেটারদের। তবে এবার সম্মিলিতভাবে দেশের শীর্ষ ক্রিকেটাররা আহবান জানালেন নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে ও সম্মান করতে।
ধর্ষণ-নিপীড়ন এ দেশে দিন দিন বেড়েছে চলেছে। যে কারণে ক্ষোভে ফুঁসছে অনেক মানুষ। গত কয়েকদিন ধরেই দেশের নানা জায়গায় চলছে আন্দোলন। ক্রিকেটারদের অনেকে প্রতিবাদে সামিল হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার বিসিবির ভিডিও বার্তায় তারা জানালেন নিজেদের ভাবনা।
মুশফিকুর রহিম আহবান জানালেন সত্যিকারের মানুষ হয়ে উঠতে, ‘গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আমার-আপনার, আমাদের বোনদের ওপর ভয়াবহ নির্যাতনের ঘটনায় আমি মর্মাহত। নারীদের সম্মান করুন, সত্যিকারের মানুষ হোন।’
এদিকে মাহমুদউল্লাহ রিয়াদ আহ্বান জানিয়েছেন ঐক্যবদ্ধ প্রতিরোধের, ‘এখন সময় এসেছে, আসুন সবাই মিলে একতাবদ্ধ হয়ে এই অমানুষগুলোকে সামাজিকভাবে প্রতিহত করি এবং এদের মুখোশ খুলে দেই।.
তামিম ইকবাল তাকাতে বললেন নিজের পরিবারের দিকে, ‘নিজ নিজ পরিবারের নারী সদস্যেদের কথা ভাবুন এবং দেশের প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসুন।’
মানুষ হিসেবে প্রমাণ করতে এবং নারীর প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন মুমিনুল হক, ‘চলুন আমরা নিজেদের মানুষ হিসেবে প্রমাণ করি এবং নারীর প্রতি সম্মান প্রদর্শন করি।’
সৌম্য সরকারের কথা, ‘নারীকে সস্মান করুন, সত্যিকারের মানুষ হোন।’
Discussion about this post