ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাস সবকিছু এলোমেলো করে দিয়েছে। এ বছর ব্যস্ত সূচিতে পূর্ণ ছিল বাংলাদেশ ক্রিকেট। মুজিব জন্মশতবর্ষে ছিল নানা আয়োজন। কিন্তু প্রাণঘাতি ভাইরাসের আক্রমণের পর স্থগিত হয়ে গেছে বিশ্ব একাদশ ও অবশিষ্ট এশিয়া একাদশের টি-টুয়েন্টি সিরিজ।
কিন্তু হাল ছাড়ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের ভাবনাতে আছে বৈশ্বিক এই আয়োজন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে গত ২১ ও ২২ মার্চ দুটি টি-টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই আয়েোজন করোনার কারণে থমকে যায়। এমন কী হয়নি ১৮ মার্চ এ আর রহমানের কনসার্ট।
তবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে অনেক কিছুই। মাঠে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এই মাসেই ওয়ানডে সিরিজও খেলার কথা তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের। সামনেই আছে টি-টুয়েন্টি টুর্নামেন্ট। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে সিরিজ আয়োজনের পরিকল্পনাও করছে বিসিবি।
এ অবস্থায় বিসিসির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি বৃহস্পতিবার মুজিব বর্ষের দুটি টি-টুয়েন্টি ম্যাচ নিয়ে বললেন,
‘সেই ম্যাচ এখনও এটি আমাদের পরিকল্পনায় রয়েছে। কিন্তু আপনারা জানেন যে বিশ্বের সার্বিক পরিস্থিতির কারণে…মুজিব শতবর্ষ উদযাপনে আমাদের নিজস্ব কিছু পরিকল্পনা ছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে, অনুকূলে থাকলে, আমরা কিন্তু সেটাকে এখনও একেবারেই আমাদের পরিকল্পনার বাইরে নিয়ে যাইনি। পরিকল্পনা সেভাবেই আছে, পরিস্থিতি স্বাভাবিক হলে এটা আয়োজন করার ভাবনা আছে আমাদের।
এর আগে অবশ্য দলও অনেকটা ঠিক করে ফেলেছিল বিসিবি। বিশ্ব একাদশে খেলার কথা ছিল কাইরন পোলার্ড, ক্রিস গেইল, ফাফ দু প্লেসি, জনি বেয়ারস্টো, অ্যালেক্স হেলস, নিকোলাস পুরান, ব্রেন্ডন টেলর, আদিল রশিদের মতো তারকা ক্রিকেটারদের।
অবশিষ্ট এশিয়া একাদশে ছিলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, শিখর ধাওয়ান, রিশাব পান্ত, থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা রশিদ খান, মোহাম্মদ শাম। এক ম্যাচ করে খেলার কথা ছিল ভারতের বিরাট কোহলির।
পরিস্থিতি ঠিক হলে ফের হতে পারে আলোচিত এই ম্যাচ।
Discussion about this post