ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিনি যে বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে পরিশ্রমী এটা সবারই জানা। অনুশীলনে সবচেয়ে বেশি সময় দেন তিনিই। চেষ্টার কোন কমতি থাকে না মুশফিকুর রহিমের। ছুটির দিনও আটকাতে পারেনা তাকে। এই যেমন এখন, আগামী ৯ অক্টোবর পর্যন্ত ক্রিকেটারদের ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিরতি শেষে ১১ অক্টোবর শুরু হবে তিন দলের ৫০ ওভারের ক্রিকেট সিরিজ। সেই লড়াইয়ে ভাল করার প্রত্যয় মুশফিকের। এ কারণে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চলছে তার। বৃহস্পতিবার একাই ঘণ্টা দেড়েকের মতো মিরপুরের সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করলেন মুশফিক।
অবশ্য এমনটা এই উইকেট কিপার ব্যাটসম্যানের জন্য নতুন নয়, এর আগেও নিয়মিত ব্যস্ত রেখেছেন নিজেকে। এমন কী করোনা কালে নিজ বাড়িটাকেও জিমন্যাসিয়াম বানিয়ে ফেলেছিলেন তিনি। কিছুতেই আটকে ছিলে না মুশি।
এরপর বিসিবি ক্রিকেটারদের ব্যক্তিগত উদ্যোগে অনুশীলনের সুযোগ দিলে মিরপুরের শেরেবাংলায় অনুশীলন চালিয়েছেন তিনি। গত তিনমাস মিরপুরে টানা অনুশীলনের পর দুইদিনের দুটি প্রস্তুতি ম্যাচে খেলেন মুশফিক। প্রথম ম্যাচে তিন রানে আউট। দ্বিতীয় ম্যাচে ১১ রান। এ অবস্থায় রানে ফিরতেই উইকেটে সময় দিচ্ছেন।
সামনের ১১ অক্টোবর শুরু তিন দলের ৫০ ওভারের টুর্নামেন্টে শুরু। তার আগে বৃহস্পতিবার ছুটির মধ্যেও চালিয়ে গেলেন অনুশীলন।
তিন দলের টুর্নামেন্টের নাম ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ’ -এ মুশফিক খেলবেন নাজমুল হোসেন শান্ত একাদশের হয়ে। অবশ্য তাকে অধিনায়কত্বের প্রস্তাব দেওয়া হলেও তাতে সায় ছিল না। সাধারণ ক্রিকেটার হিসেবেও খেলে যেতে চান মুশি!
Discussion about this post