ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সবকিছু ঠিক থাকলে আসছে ১১ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনায় ওয়ানডে সিরিজ। বৃহস্পতিবার জানা গেল- তিন দলের এ টুর্নামেন্টের নাম রাখা হয়েছে ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ’।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন সুজন বৃহস্পতিবার জানালেন, ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ নামে টুর্নামেন্টটি নামকরণ করা হয়েছে। বিসিবির নিজস্ব ব্যবস্থাপনায় সবসময় টুর্নামেন্ট আয়োজন করা হয় আর স্পন্সরও নেওয়া হয় । কিন্তু এই টুর্নামেন্টের জন্য স্পন্সর নেয়ার কোনো পরিকল্পনা নেই আমাদের।’
জাতীয় দলের স্কিল ক্যাম্পে তিন দিনের প্রস্তুতি ম্যাচ পাল্টে তিন দলের লড়াই আয়োজন করেছে বিসিবি। যেখানে তিন দলের নেতৃত্ব থাকবেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত।
সব মিলিয়ে টুর্নামেন্টে তিন দলে থাকছেন ৪৫ ক্রিকেটার। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ডাবল লিগের প্রত্যেক ম্যাচ হবে দিবা-রাত্রির। ম্যাচগুলোর লাইভ স্ট্রিমিং থাকবে। দুপুর দেড়টায় শুরু ম্যাচ। ফাইনাল সরাসরি সম্প্রচার করা হবে টিভিতে।
করোনার ধাক্কা সামলে ক্রিকেটারদের ব্যস্ত রাখছে বিসিবি। শ্রীলঙ্কা সফর স্থগিত হলেও তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের খেলার মাঠে রাখছে বোর্ড।
এ অবস্থায় ১১ অক্টোবর মিরপুরে তিন দলের টুর্নামেন্টের প্রথম ম্যাচ। পরের ম্যাচ ১৩ অক্টোবর। প্রতি ম্যাচের পর একদিনের রিজার্ভ ডে রাখা হয়েছে। ফাইনাল হবে ২৩ অক্টোবর।
এই টুর্নামেন্ট আয়োজনের জন্য বিসিবি স্পন্সর নিচ্ছে না। নিজেদের ব্যবস্থাপনায় ও খরচে ম্যাচ আয়োজন করবে বোর্ড।
Discussion about this post