ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে গেলেও ক্রিকেটারদের ব্যস্ত রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ মাসেই শুরু হচ্ছে তিন দল নিয়ে ওয়ানডে টুর্নামেন্ট। তারপরই নভেম্বরে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের মতো করপোরেট ক্রিকেট।
এই টুর্নামেন্টে একজন করে বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে প্রতিটি দল। নভেম্বরের মাঝামাঝিতে পাঁচ দল নিয়ে করপোরেট টি-টুয়েন্টি আয়োজন করতে চায় বিসিবি। যেখানে বিদেশি ক্রিকেটার খেলানোর অনুমতি দিতে চায় বিসিবি।
মোট পাঁচ দল নিয়ে এ টুর্নামেন্ট আয়োজন করতে চাই ৭৫ ক্রিকেটার। টুর্নামেন্ট আরও আকর্ষণীয় করতেই বিদেশি ক্রিকেটার চাইছে বোর্ড। এনিয়ে সহসাই নিজেদের সিদ্ধান্ত চূড়ান্ত করবে বিসিবি।
এইতো ২০১৯ সালে ঢাকা প্রিমিয়ার লিগের আগে প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি হয়েছিল। ছয় দল অংশ নিয়েছিল। সেই ছকেই করপোরেট টুর্নামেন্ট আয়োজন করতে চায় বোর্ড। যদিও এটি করপোরেট লিগই নাকি বিসিবির পৃষ্ঠপোষকতায় হবে সেটি ঠিক করতে পারেনি বিসিবি।
তবে নভেম্বরে ক্রিকেটারদের ব্যস্ত রাখতে চায় বোর্ড। যেখানে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরতে যাচ্ছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। এমন কী ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া মাশরাফি বিন মর্তুজার থাকাটাও প্রায় নিশ্চিত। সব মিলিয়ে জমাট এক টুর্নামেন্টের মঞ্চ প্রস্তুত করছে বিসিবি।
Discussion about this post