ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শেষ পর্যন্ত চলেই গেলেন তিনি। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরতে পারলেন না নাজিব তারাকাইকে। সড়ক দুর্ঘটনার পর চার দিন ধরে কোমায় থেকে মারা গেলেন আফগানিস্তানের এই ক্রিকেটার। ২৯ বছর বয়সেই চলে গেলেন তিনি। মনে করিয়ে দিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিল হিউজের স্মৃতি। যিনি ২০১২ সালে ২৫ বছর বয়সে মারা যান ক্রিকেট মাঠেই এক দুর্ঘটনায়।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড মঙ্গলবার টুইটারে জানাল নাজিব আর বেঁচে নেই। সবাইকে কাঁদিয়ে চলে গেলেন তিনি। সড়ক দুর্ঘটনা মাত্র ২৯ বছর বয়সেই কেড়ে নিল এই ক্রিকেটারকে।
গত শুক্রবার আফগানিস্তানের জালালাবাদ শহরে একটি প্রাইভেট কারের ধাক্কায় মারাত্মক আহত হন নাজিব। সেদিন রাতে নানগারহারের এক হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। তারপর কোমা থেকে বেরিয়ে আসতে পারেন নি। উন্নত চিকিৎসার চেষ্টা করেছিল আফগান ক্রিকেট বোর্ড। কিন্তু শেষ রক্ষা হলো না।
আফগানিস্তানের হয়ে নাজিব খেলেছেন ১টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি ম্যাচ। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আন্তর্জাতিক অভিষেক। শেষ ম্যাচটিও খেললেন বাংলাদেশের বিপক্ষে। গত বছরের সেপ্টেম্বরে, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে।
সব মিলিয়ে ২৪টি প্রথম শ্রেণির ম্যাচে নাজিব করেন ২ হাজার ৩০ রান, সর্বোচ্চ ২০০। ৪৭.২০ গড়। অফ স্পিনার নেন ২১ উইকেট।
Discussion about this post