ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চলতি বছর মার্চে অধিনায়ক হিসেবে শেষ ওয়ানডে খেলেছেন মাশরাফি বিন মর্তুজা। এরপর করোনার কারণে এ তারকাকে আর দেখা যায়নি জাতীয় দলের সঙ্গে। এ বছর টাইগারদের নেই কোনো সিরিজ। তাই নিজেদের মধ্যে তিন দলের পরিকল্পিত ওয়ানডে সিরিজ খেলার চিন্তা করছে বাংলাদেশ দল। কিন্তু এ সিরিজে নির্বাচকদের ভাবনায় নেই মাশরাফি। আপাতত সিস্টেমের মধ্যে থাকা ক্রিকেটারদের নিয়েই এই সিরিজের দল গড়া হবে বলে জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।
ওয়ানডে সিরিজের আগে দুটি দুই দিনের ম্যাচের প্রথমটি শেষ হয়েছে শনিবার, দ্বিতীয়টি হবে সোম ও মঙ্গলবার। এরপর হওয়ার কথা ছিল একটি তিন দিনের ম্যাচ। কিন্তু পরিকল্পনা বদলে এখন তিন দিনের ম্যাচটির বদলে হবে ওয়ানডে সিরিজ, যা শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১১ অক্টোবর।
এখনই মাশরাফিকে ওয়ানডেতে বিবেচনা করছেন না নির্বাচকরা। এ ব্যপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘মাশরাফি তো আপাতত সিস্টেমে নেই, এই ক্যাম্প বা প্র্যাকটিসে সে নেই। তিন দলের এই সিরিজে আমরা কেবল সিস্টেমের মধ্যে থাকাদেরই নেব। ক্যাম্পে যারা আছেন, তাদের সঙ্গে হাই পারফরম্যান্স দলের কিছু ছেলেকে নেওয়া হবে। তিন দলে ভাগ করে দেওয়া হবে ওদের।’
নির্বাচকদের ভবিষ্যৎ ভাবনায় মাশরাফি কতটা আছেন, সেটির একটি ধারণাও দিলেন প্রধান নির্বাচক, ‘সামনে কর্পোরেট টি-টোয়েন্টি যদি হয়, সেটা তো সবার জন্যই উন্মুক্ত থাকবে। ঘরোয়া ক্রিকেটের খেলা আরও হবে। মাশরাফি যদি পারফর্ম করতে পারে, তখন আমরা দেখব।’
করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পরের ধকল নিয়ে এখনও খেলার মতো ফিট হতে পারেননি বলে মাশরাফি খেলতে চাননি এই সিরিজে। টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার লক্ষ্য ঠিক করেছেন বলে নির্বাচকদের নাকি জানিয়েছেন তিনি।
Discussion about this post