ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফের মুখরিত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে গেলেও অনুশীলনে ফিরলেন জাতীয় দলের ক্রিকেটাররা। বৃহস্পতিবার দুপুর থেকেই চলল অনুশীলন। এভাবেই চলবে আগামী ১৫ দিন।
এরমধ্যে দ্বিতীয় দফায় প্রথম দিন সতীর্থদের মাস্ক উপহার দিলেন মুশফিকুর রহিম। অনুশীলনের ফাঁকে হঠাৎ করে ফটো জার্নালিস্ট ও টিভি ক্যামেরা ক্রু‘দের ডেকে নেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। সাবেক অধিনায়কের ডাকে সবাই ছুটে যান। এরমধ্যে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফটোগ্রাফার রতন গোমেজ। তার ক্যামেরাতেই ধরা পড়ল সেই দৃশ্য।
মুশির দেওয়া মাস্কে রীতিমতো ফটোসেশন চলল। কোচিং-সাপোর্টিং স্টাফদের এভাবে দাঁড় করিয়ে গ্রুপ ছবি তুললেন।
জানা গেল, ১ অক্টোবর বৃহস্পতিবার তার ‘এম আর’ (মুশফিকুর রহিম) ফাউন্ডেশন থেকে স্কিল ক্যাম্পে থাকা ক্রিকেটার, কোচ, কোচিং-সাপোর্টিং স্টাফ এবং মাঠ কর্মীদের জন্য বিশেষ মাস্ক উপহার দেওয়া হয়েছে। সেই মাস্ক পরেই সবাই ছবি তুললেন।
এরপর সেই ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজেও দিলেন মুশফিক। ভক্তদের সঙ্গেও আনন্দমুখর সময়ের স্থীরচিত্র ভাগাভাগি করে নিলেন এই তারকা ক্রিকেটার।
Discussion about this post