ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প শুরুর আগে হবে করোনা পরীক্ষা। আগামী বৃহস্পতিবার থেকে শুরু জুনিয়র টাইগারদের স্কিল ক্যাম্প। এর আগে প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ২৮ ক্রিকেটার রাজধানীর মিরপুরের ক্রীড়াপল্লীতে রিপোর্ট করেছেন। বুধবার কোভিড-১৯ পরীক্ষা দেবেন তারা। নেগেটিভ ক্রিকেটাররা বিকেএসপির ক্যাম্পে যোগ দিতে পারবেন।
বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার মঙ্গলবার গণমাধ্যমে বলেন, ‘যুব দলের ক্রিকেটারদের সবাই রিপোর্ট করেছে। এবার তাদের করোনা টেস্ট হবে। বৃহস্পতিবার করোনা টেস্টে উত্তীর্ণ ক্রিকেটারদের বিকেএসপিতে নিয়ে যাওয়া হবে। সেখানেই শুরু হবে ক্যাম্প’
বাংলাদেশ দল যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন। পরের মিশন ওয়েস্ট ইন্ডিজে। সেই লড়াইয়ে প্রস্তুত হতে স্কিল ক্যাম্পে পাঁচটি ৫০ ওভারের ম্যাচ খেলবে যুবারা।
অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক দল-
ওপেনার: মফিজুল ইসলাম, ইমন আলি, ইফতেখার হোসেন ইফতি, হাবিবুর শেখ মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল।
মিডল অর্ডার ব্যাটসম্যান: সাকিব শাহরিয়ার, সোহাগ আলি, মেহরব হাসান, আব্দুল্লাহ আল মামুন, খালিদ হাসান, আইচ মোল্লা, আশরাফুল হাসান রিহাদ।
পেসার: মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, বায়েজিদ মিয়া রোমান, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, রিপন মন্ডল, মোস্তাকিম মিয়া।
স্পিনার: আহসান হাবিব লিয়ন, নাইমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম।
অলরাউন্ডার: মিসবাহ আহমেদ সানা, মাকসুদুর রহমান, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, জিল্লুর রহমান এবং জাকারিয়া ইসলাম শান্ত।
Discussion about this post