ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শেষ পর্যন্ত বাতিলই হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর! কোয়ারেন্টাইন ইস্যুতে সমঝোতা হয়নি দুই পক্ষের। লঙ্কানদের শর্ত মেনে ১৪ দিন হোটেলবন্ধী থাকতে রাজী নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফর স্থগিতের ঘোষণাটা সোমবার দিলেন বোর্ড। একইদিন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিলেন, বাংলাদেশের ক্রিকেটারদের এবার শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে (এপিএল) খেলার সম্ভাবনা দেখছেন না!
এলপিএলের প্রথম আসর গত ২৮ আগষ্ট শুরুর কথা ছিল। কিন্তু প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণের কারণে তা পিছিয়ে যায়। সবঠিক থাকলে আগামী ১৪ নভেম্বর এই আসর শুরুর কথা।
যেখানে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের থাকাটা প্রায় নিশ্চিত। কারণ আসছে অক্টোবরে শেষ সপ্তাহে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে এই তারকার। সাকিব ছাড়াও তামিম ইকবাল, মাহমুদউল্লাহসহ বাংলাদেশের আরও বেশ কজন ক্রিকেটারের নাম থাকার কথা নিলামে।
সোমবার বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর স্থগিতের সংবাদ সম্মেলনে এনিয়ে মিরপুরের শেরেবাংলায় বিসিবি সভাপতি বলেন, ‘এনিয়ে আমি তো সম্ভাবনা দেখি না।’
আসছে ২৯ অক্টোবর থেকে সব ধরনের ক্রিকেটে ফিরেত পারবেন সাকিব। একবছরের নিষেধাজ্ঞা শেষ হবে। এ অবস্থায় লঙ্কান লিগে সাকিব থাকবে কীনা এনিয়ে নাজমুল হাসান সরাসরি কিছু বলেন নি। তিনি জানান, ‘আমাদের এখানে খেলা শুরু হয়ে যাচ্ছে। এখানে খেলুক।’
তার মানে লঙ্কান প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা নেই সাকিব-তামিমদের।
Discussion about this post