ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ সোমবার। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম। ৭৪তম জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন ক্রীড়াবন্ধব এই প্রধানমন্ত্রী। শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মুমিনুল হক একাধিক ক্রিকেটার।
নড়াইল-২ আসনের সংসদ সদস্যসাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘শুভ জন্মদিন…. বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের কারিগর… মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান নিজের ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সঙ্গে পরিবারসহ একটি ছবি দিয়ে শুভেচ্ছা জানালেন। তিনি লিখেছেন, ‘ আজকের এই বিশেষ দিনটিতে আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা। দেশের জন্য আপনার অবিরাম ভালবাসা, কঠোর পরিশ্রম এবং ত্যাগ আমাদের অনুপ্রাণিত করে। আপনার এই অনুপ্রেরণায় আমরা যেন বাংলাদেশকে আরও উন্নত ও শক্তিশালী দেশ হিসাবে গড়ে তুলতে পারি। আপনার দীর্ঘায়ু কামনা করি যেন এভাবেই আপনি আমাদের পথপ্রদর্শক হয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন। শুভ জন্মদিন, আমাদের অত্যন্ত প্রিয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা!’
দলের উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম লিখেছেন, ‘আসসালামুয়ালাইকুম। শুভ জন্মদিন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবনের জন্য সবার কাছে প্রার্থনা করছি।’
ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল প্রধানমন্ত্রীর একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আপনার নেতৃত্ব, দূরদর্শিতা ও একনিষ্ঠতা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা।’
টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাসহ লিখলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমরা দেশে ও দেশের বাইরে যখন খেলি, আপনি সবসময়ই আমাদের খেলার খোঁজ-খবর রাখেন। এটা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আপনার দীর্ঘ সুস্থজীবন কামনা করছি।
টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমদুউল্লাহ রিয়াদ শুভেচ্ছাবার্তায় লিখেছেন, ‘আসসালামু-আলাইকুম, শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী। আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি।’
এছাড়া প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন ক্রিকেটার রুবেল হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, লিটন দাস, মেহেদী হাসানসহ একাধিক ক্রিকেটার।
Discussion about this post