ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাস মাঝে অনেকটা সময় কেড়ে নিয়েছে। ঘরবন্ধী ছিলেন তিনি। এরপর চট্টগ্রামে অনুশীলনে ফিরলেও কোচ পাচ্ছিলেন না। তবে ঢাকায় ফিরতেই আক্ষেপ শেষ হলো ইয়াসির আলি চৌধুরির। যিনি জাতীয় দলের ক্রিকেটার। মিরপুরের অনুশীলনে সবকিছু পেলেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে এবছরের শুরুতেই প্রথমবারের মতো জায়গা পান ইয়াসির। খেলেছেন জাতীয় দলের হয়ে সীমিত ওভারের দলেও। কিন্তু এখনো একাদশে সুযোগ মিলেনি। মানে আন্তর্জাতিক অভিষেক হয়নি তার। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে তাইতো আশায় আছেন তিনি।
ঘরোয়া ক্রিকেটের সাফল্যই তাকে নিয়ে এসেছে আলোচনায়। ২৪ বছর বয়সী এই ক্রিকেটার শনিবার মুখোমুখি হলেন গণমাধ্যমের। যেখানে জানালেন মেন্টর পেয়ে তিনি বেশ খুশি। চলুন শুনে নেই আরও কী বললেন তিনি।
”চট্টগ্রামে অনুশীলন করেছি। তবে যেটার ঘাটতি ছিল, একজন মেন্টরের অভাব ছিল। এখানে আসার পর আমার সবচেয়ে ভালো লেগেছে কোচের সঙ্গে কথা বলে। আমার কী কী দিক নিয়ে কাজ করতে হবে, তা নিয়ে কথা বলেছি। ওসব নিয়ে অল্প কিছু কাজও করেছি। চট্টগ্রামে পেস বোলার একদমই ছিল না। এখানে অনেক দিন পর অনেক ভালো পেস বোলার খেলেছি। একটু অন্যরকম লাগছিল। কিন্তু সব মিলিয়ে সবকিছু খুব ভালো হচ্ছে।
করোনার পর আমরা জাতীয় দলের ক্যাম্প করছি। বায়ো বাবলের মধ্যে আমরা ক্যাম্পটা করছি, একটা নতুন অভিজ্ঞতা। কিন্তু অভিজ্ঞতাটা খারাপ না কারণ আমরা সত্যি কথা একটু আতঙ্কিত যে বাইরে গেলে কি হবে, আক্রান্ত হয়ে যাবো কীনা। এই জিনিসটা এখন একটু আমাদের মন থেকে দূরে থাকছে যে বায়ো বাবলের মধ্যে ঢুকলে আমরা নিরাপদ থাকবো। এই চিন্তা মাথায় রেখেই সুন্দরভাবে অনুশীলন করতে যাচ্ছি।
আগেও আমি জাতীয় দলের ক্যাম্প করেছি কিন্তু এই ক্যাম্পটা পুরোটাই আলাদা। কারণ এমন সুযোগ সুবিধা ও নতুন পরিবেশে ক্যাম্প হয়নি আগে। সবমিলিয়ে নতুন অভিজ্ঞতা খুব ভালো লাগছে। কয়েকদিন সবার সাথে অনুশীলন করে ভালো লেগেছে, এতদিন তো আলাদা অনুশীলন করেছি। একা একা অনুশীলনের মধ্যে দলীয় অনুশীলনের যে অনুভূতি সেটা আসে না। নতুন অভিজ্ঞতা ভালো লাগছে আমার।”
Discussion about this post