ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কয়েকদিন আগেই জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ঢুকে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এরমধ্যে থেকেই অবশ্য প্রতিদিনই অনুশীলন করছে টিম টাইগার্স। তবে করোনা উপসর্গ দেখা দেওয়ায় দলীয় অনুশীলন থেকে দূরে রয়েছেন আবু জায়েদ চৌধুরী রাহী। এরমধ্যেই এ পেসার পেলেন দুঃসংবাদ। করোনা আক্রান্ত হয়েছেন তিনি। বুধবার ব্যাপারটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত ২২ সেপ্টেম্বর করা করোনা টেস্টের রিপোর্ট হাতে এসেছে বুধবার। তাতেই দেখা যায়, করোনা পজেটিভ আবু জায়েদ। এরআগে গত ১৮ সেপ্টেম্বর হওয়া করোনা টেস্টে সবাই নেগেটিভ হয়েছিলেন। তবে তবে দুজন ছিলেন বর্ডার লাইনে (বর্ডার নেগেটিভ)। ফলে ১৬ জন অনুশীলনও করলেও বাকি ১১ জনকে দূরে রাখা হয়েছিল।
লঙ্কা সফরের জন্য ক্যাম্পের জন্য ডাক পাওয়া ২৭ ক্রিকেটারের গতকাল আরেক দফা করোনা টেস্টের জন্য স্যাম্পল নেয়া। একদিন পরই রিপোর্ট পাওয়া গেছে। তাতেই দেখা যায় রাহীর করোনা পজেটিভ। এ ব্যাপারে বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরী বুধবার জানিয়েছেন, ‘পেস বোলার আবু জায়েদ রাহি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। গাইডলাইন অনুযায়ী আইসোলেশনে থেকে তার চিকিৎসা হবে এবং পরবর্তীতে টেস্ট করানো হবে।’
টাইগার ক্রিকেটারদের দ্বিতীয় দফায় করানো পরীক্ষায় সবার ফল নেগেটিভ ছিল। তবে দু-একজনের শরীরে অল্প কিছু উপসর্গ দেখা দেওয়ায় ১০ জনকে রাখা হয় আইসোলেশনে। যার মধ্যে ছিলেন আবু জায়েদ। শেষ অব্দি করোনা আক্রান্ত হলেন এই পেসার!
চলতি মাসের শেষ দিকে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা উড়াল দেওয়ার কথা বাংলাদেশের। কিন্তু এখনও এ ব্যাপারে দুই বোর্ড নিতে পারেনি চূড়ান্ত সিদ্ধান্ত। তবে নিজেদের প্রস্তুতিতে কোন ঘাটতে রাখতে চাইছে না টিম টাইগার্স। তাই প্রতিদিনই অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন মুমিনুল-মুশফিকরা।
Discussion about this post