ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শুধু ক্রিকেট নয়, যেকোনো খেলাই করোনার এই সময় আলোচিত জৈব-সুরক্ষা কথাটা। এরইমধ্যে ইংল্যান্ড দেখিয়েছে কিভাবে এ বলয় তৈরি করে মাঠের ক্রিকেট সফলভাবে শেষ করা যায়। এবার সে পথেই হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে রোববার থেকে জৈব-সুরক্ষা বলয়ে প্রবেশ করছে টাইগার ক্রিকেট। শনিবার এমনটাই জানিয়েছেন সংস্থাটির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
করোনা থেকে ক্রিকেটারদের রক্ষা করবে জৈব-সুরক্ষা বলয়। বলতে গেলে এ নিয়মের কারণে বাইরের দুনিয়া থেকে পুরোপুরি আলাদা করে ফেলা হয় ক্রিকেটারদের। এই নিয়মে খেলোয়াড়দের চলাচল নির্দিষ্ট থাকে হোটেল ও মাঠের মধ্যে। এরইমধ্যে এ পন্থা অবলম্বন করে ঘরের মাঠে চারটি সিরিজ সফলভাবে শেষ করে ইংল্যান্ড। আর তাই যেকোন ক্রীড়া ইভেন্ট আয়োজনে জৈব-সুরক্ষা বলয় জনপ্রিয়তা অর্জন করেছে। ব্যাপারটি মাথায় রেখে রোববার থেকে বিসিবিও সে পথেই হাঁটছে।
আগামী মাসের শেষ দিকে শ্রীলঙ্কার মাটিতে তিন টেস্টের সিরিজ খেলার কথা বাংলাদেশের। এজন্য এক মাস আগে অর্থাৎ এ মাসের শেষ দিকে সেখানে চলে যাওয়ার কথা মুমিনুল হকদের। কিন্তু কোয়ারেন্টাইন ইস্যুতে এ সিরিজ পড়েছে হুমকির মুখে। তবে প্রস্তুতি ক্যাম্পের সিদ্ধান্তে অনড় বিসিবি। আর সেই লক্ষ্যেই রোববার আবাসিক ক্যাম্পের উদ্দেশ্যে টিম হোটেলে উঠবেন মুমিনুল হক-মুশফিকুর রহিমরা।
ক্রিকেটারদের যেন করোনা ছুঁতে না পারে সেজন্য বিসিবি নানা ধরণের পদক্ষেপ নিয়েছে। এরইমধ্যে দু’বার করোনা পরীক্ষাও করেছে সংস্থাটি।
লঙ্কা সফরকে সামনে রেখে বেশ আগে থেকেই নিজেদের ঝালিয়ে নিচ্ছে টাইগাররা। এরইমধ্যে দু’দফা তাদের করোনা টেস্টও করিয়েছে বিসিবি। রিপোর্টও হাতে পেয়েছে সংস্থাটি। সেখানে যারা নেগেটিভ এসেছেন তারাই কেবল হোটেলে উঠবেন। এমনটাই জানিয়েছেন দেবাশীষ চৌধুরী। অধিকাংশ ক্রিকেটারই পেয়েছেন সুসংবাদ। তাই রোববারই হোটেল সোনারগাঁওয়ে উঠবেন তারা। লঙ্কা সফরের আগে এক সপ্তাহ অভিজাত এই হোটেলটিতেই থাকবেন ডমিঙ্গো শিষ্যরা। সঙ্গত কারণেই এখানেই জৈব সুরক্ষা বলয় তৈরি করেছে বিসিবি। এরমধ্যে আরও দু’বার মুমিনুলদের বসতে হবে করোনা পরীক্ষায়।
জৈব-সুরক্ষা বলয়ে হোটেল থেকে ক্রিকেটারদের মাঠে যাতায়াতের জন্য নির্দিষ্ট থাকছে দুটি বাস। বাসের দুজন চালকের করোনা পরীক্ষা করে ইতোমধ্যেই তাদের আইসোলশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন দেবশীষ, ‘দুইটা বাসের ড্রাইভারকে টেস্ট করে আমরা আলাদা রেখেছি। সাত দিনের জন্য ওরা পুরোপুরি আলাদা থাকবে।’
বিসিবি এরইমধ্যে ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ের জন্য হোটেল সোনাগাঁও এর দুটি ফ্লোর ভাড়া নিয়েছে। সেখানে রয়েছেন তিন বিদেশী কোচ রাসেল ডমিঙ্গো, ওটিস গিবসন ও রায়ান কুক। প্রত্যেকেই থাকছেন আলাদা কক্ষে। কোভিড টেস্টে রিপোর্ট নেগেটিভ আসলেই তারা যোগ দেবেন শিষ্যদের সঙ্গে।
এদিকে হোটেল সোনাগাঁওয়ে ক্রিকেটারদের অনুশীলনের জন্য ঠিক করা হয়েছে ফ্লোর। সেখানে জনসাধারণের প্রবেশ থাকবে সংরক্ষিত। শুধু তা-ই নয় জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ক্রিকেটাররা থাকবেন পরিবার থেকে সম্পূর্ন আদালা। বলতে গেলে এবার মুমিনুল-মুশফিকদের হবে ভিন্ন এক অভিজ্ঞতা।
Discussion about this post