ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এক সপ্তাহের ব্যবধানে ফের দুঃসংবাদ পেলেন সাইফ হাসান। এ ওপেনার দ্বিতীয় করোনা পরীক্ষায়ও হয়েছে পজিটিভ। ব্যাপারটি নিশ্চিত করেছে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।
এরআগে গত ৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দলে থাকা ২৭ ক্রিকেটারের করোনা পরীক্ষা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল ইউনিটে। সে সময় একমাত্র ক্রিকেটার সাইফ হয়েছিলেন করোনা পজিটিভ। এরপর থেকে তিনি রয়েছেন আইসোলেশনে। এরমধ্যে ফের করোনা হন তার। কিন্তু এবারও সুখবর আসেনি। আগের মতোই এ ওপেনার হয়েছেন পজিটিভ।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে গত দুই বছর ধরে দুর্দান্ত পারফর্ম করে আসছেন সাইফ। এজন্য তিনি চলতি বছর পাকিস্তান সফরে টেস্ট দলে জায়গা পান। শুধু তা-ই নয় সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হয়েছিল। কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেননি। তারপরও আসন্ন শ্রীলঙ্কা সফরে নির্বাচকদের ভাবনায় রয়েছেন তিনি। যে কারণে ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াডে রয়েছেন এ ওপেনার। কিন্তু এখনও করোনা মুক্ত না হওয়ায় তাকে নিয়ে চিন্তিত দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
কোয়ারেন্টাইন ইস্যুতে বাংলাদেশের আসন্ন শ্রীলঙ্কা সফর পড়েছে শঙ্কার মুখে। তারপরও নিজেদের প্রস্তুত করছে টাইগাররা। এরইমধ্যে একবার ক্রিকেটারদর করোনা পরীক্ষা করেছে বিসিবি। এখনও তিনবার ক্রিকেটারদের করোনা পরীক্ষা করবে সংস্থাটি। দ্বিতীয় ধাপে ক্রিকেটারদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ১৮ আগামী সেপ্টেম্বর। এরপর ২১ সেপ্টেম্বর তৃতীয় আর ২৪ সেপ্টেম্বর শেষ ধাপের করোনা পরীক্ষা হবে মুমিনুলদের।
Discussion about this post