ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সব কিছু ঠিকমতোই চলছিল। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে অনুশীলনে ব্যাট করতে গিয়েই বিপত্তি বাঁধিয়ে বসের স্টিভেন স্মিথ। মাথায় বলের আঘাত লাগে তার। পরে পরীক্ষাও করান। যে কারণে করোনা পরবর্তী যুগে প্রথম ওয়ানেডেতে খেলতে পারেননি এ তারকা। আজই তার ডাক্তারের শরনাপন্ন হওয়ার কথা। তাই আগামীকাল স্বাগতিকদের বিপক্ষে এ ডানহাতি খেলা নিয়ে রয়েছে শঙ্কা। এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট।
শুক্রবার প্রথম ওয়ানডের টসের সময় অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানানা স্মিথের মাথায় চোট লেগেছে। কোচিং স্টাফের এক সদস্যের সঙ্গে নেটে ব্যাটিংয়ের সময় আঘাত পেয়েছিলেন স্মিথ। পরে তার ‘কনকাশন’ (মাথায় আঘাতজনিত জটিলতা) পরীক্ষা করানো হয়।
সংবাদমাধ্যমে খবর, দ্বিতীয় ম্যাচের আগে আবার কনকাশন পরীক্ষা করানো হবে স্মিথকে। এরপর তার খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এরআগে গত বছর ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টে মাথায় বলের আঘাত পেয়েছিলেন স্মিথ। জোফরা আর্চারের একটি বাউন্সার তার মাথায় লাগে। পরে ম্যাচটির দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি স্মিথ।
শুক্রবার স্মিথ না খেললেও জিততে খুব একটা সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ১৯ রানে জিতে অজিরা ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। রোববার জিতলেই সিরিজ নিজেদের করে নেবে অ্যারণ ফিঞ্চের দল।
Discussion about this post