ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিস্ময়কর ক্রিকেট উপহার দিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। জয়টাকে রীতিমতো অভ্যাস বানিয়ে ফেলেছিল শাহরুখ খানের দল। শুরু থেকে শেষ অব্দি শুধু জয়ের কাব্য। তার পথ ধরেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপা জিতেছে বলিউড বাদশাহর দল। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে নাইট রাইডার্স।
সব মিলিয়ে এবার ১২ ম্যাচের সবকটিতেই জয়। এমন সাফল্যে চতুর্থবারের মতো সিপিএল শিরোপা জিতে নিয়েছে নাইট রাইডার্স। সিপিএল ইতিহাসে এতো বেশি ট্রফি জয়ের রেকর্ড নেই অন্য দলের।
বৃহস্পতিবার রাতে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ১৫৪ রানে অলআউট হয়ে যায় সেইন্ট লুসিয়া। জবাবে নেমে দারুণ দাপটে ১১ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ত্রিনবাগো নাইট রাইডার্স।
ফাইনালে সেইন্ট লুসিয়া জুকসকে লড়তে দেয়নি রাইডার্স। যদিও মার্ক ড্যাল ২৭ বলে ২৯, আন্দ্রে ফ্লেচার ২৭ বলে ৩৯ আর রস্টোন চেজ ২২ বলে ২৪ রান কিছুটা সময় লড়াই করেন। কিন্তু অন্যরা ব্যর্থ। নাইট রাইডার্সের হয়ে ৪ উইকেট নিয়েছেন অধিনায়ক কাইরন পোলার্ড।
জবাব দিতে নেমে দলের ১৯ রানে আউট ওপেনার টিয়ন ওয়েবস্টার ও টিম সেইফার্ট। এরপর লেন্ডল সিমনস ও ড্যারেন ব্রাভো গড়েন ১৩৮ রানের জুটিতে দল পায় অনায়াস জয়। এই জুটি খরচ করেন ৮৮ বল। এরমধ্যে সিমনস ৮৪ রান করতে খেলেন ৪৯ বল। ৮ চার ও ৪ ছয়ের ইনিংস খেলে ফাইনাল সেরা তিনি। ড্যারেন ব্রাভো ৪৭ বলে তুলেন ৫৮ রান।
সংক্ষিপ্ত স্কোর-
সেন্ট লুসিয়া জুকস: ১৯.১ ওভারে ১৫৪/১০ (কর্নওয়াল ৮, ডিয়াল ২৯, ফ্লেচার ৩৯, চেইস ২২, নাজিবউল্লাহ ২৪, নবি ২, স্যামি ৮, গ্লেন ৯, কুগেলেইন ২*, উইলিয়ামস ৩, জহির ০’ আকিল ৪-০-২৬-১, আলি ৩.১-০-২৫-২, পোলার্ড ৪-০-৩০-৪, ফাওয়াদ ৩-০-২২-২)
ত্রিনবাগো নাইট রাইডার্স: ১৮.১ ওভারে ১৫৭/২ (সিমন্স ৮৪*, ওয়েবস্টার ৫, সাইফার্ট ৪, ড্যারেন ব্রাভো ৫৮*; কুগেলেইন ৪-০-৩০-১, নবি ৩-০-১৬-০, চেইস ৪-০-১৩-১)
ফল: ৮ উইকেটে জয়ী ত্রিনবাগো নাইট রাইডার্স
ম্যাচসেরা: লেন্ডল সিমন্স
Discussion about this post