ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রস্তুতির শেষ দিকে সবকিছু। ১৯ সেপ্টেম্বর শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ( আইপিএল)। তবে করোনাভাইরাসের কারণে দেশ বদলে সংযুক্ত আরব আমিরাতে খেলা হলেও স্বস্তি নেই। বির্তকও পিছু ছাড়ছে না।
তবে সতর্ক আইপিএল গভর্নিং কাউন্সিল। জৈব নিরাপত্তা বলয়ে বেশ কড়াকড়ি থাকছে তারা। জানা গেল সব মিলিয়ে আইপিএলে হবে ২০,০০০ করোনা টেস্ট। গোটা টুর্নামেন্ট চলার সময় চলবে এই প্রক্রিয়া। বৃহস্পতিবার তেমন তথ্য দিয়েছেন আয়োজকরা।
স্বস্তির খবর হলো- আইপিএলের আট দলের দুইশর বেশি ক্রিকেটার পা রেখেছেন ভেন্যু দুবাইয়ে। ছয় দিনের আইসোলেশন শেষে সবাই নাম লিখিয়েছেন দলের অনুশীলনে। দুবাই পৌঁছেই করোনা পরীক্ষা করিয়েছেন তারা হোটেলে আইসোলেশন সময়ে আরো দুইবার হয়েছে কোভিড ১৯ টেস্ট। তারপরই নামতে পেরেছেন অনুশীলনে।
একইসঙ্গে সাপোর্টিং স্টাফ, ম্যাচ আম্পায়ার, অফিসিয়াল ও আয়োজকরাও একই ভাবে নিয়ম মানছেন।
আইপিএলের মেডিকেল পার্টনার ভিপিএস হেলথ কেয়ার জানাল- বুধবার পর্যন্ত ৩৫০০ করোনা টেস্ট করানো হয়েছে। তারা জানায়, ‘টুর্নামেন্টকে ঘিরে আমাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ হাজারের বেশি করোনা টেস্ট করানো হবে। ক্রিকেটার ও সংশ্লিষ্টদের চলাফেরা হবে খুবই নিয়ন্ত্রিত। হোটেল, স্টেডিয়াম ও একাডেমি বাদে কোথাও যাওয়ার নেই তাদের।’
বলা দরকার ১০ সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে মাঠে গড়াবে আইপিএল। ২৪ ম্যাচ দুবাইয়ে। ২০টি আবুধাবিতে আর ১২টি শারজাতে।
Discussion about this post