ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এটা তো ক্রীড়াপ্রেমীদের অজানা নয়, এখন সাভারের বিকেএসপিতে অনুশীলনে ব্যস্ত সাকিব আল হাসান। আইসিসির নিষেধাজ্ঞাও প্রায় শেষের দিকে। আসছে অক্টোবরের শেষ সপ্তাহে মুক্ত পাখির মতো উড়বেন বিশ্বসেরা এই অলাউন্ডার। তার আগে যেখানে বেড়ে উঠেছেন সেই বিকেএসপিতে চলছে নিভৃতে অনুশীলন। তার কাছেই এখন টিপস নিতে ছুটে গেলেন আরেব স্পিনার আফিফ হোসেন ধ্রুব।
মিরপুর হোম অব ক্রিকেটে বিসিবির তত্ত্বাবধানে একক অনুশীলনেই নিজেকে ব্যস্ত রেখেছিলেন আফিফ। কিন্তু এবার তিনিও সাকিবের পিছু নিয়েছেন। তারও কেটেছে বিকেএসপিতে শিক্ষাজীবন। প্রিয় ক্যাম্পাসে নিজেকে প্রস্তুত করতে ছুটে গেলেন আফিফ।
বিকেএসপিতে অনুশীলন সব সময়ই বাড়তি প্রেরণা দেয় আফিফকে। এবার জাতীয় দলের ক্যাম্প শুরুর আগে বিকেএসপিতে নিজেরা পুরোনো কোচদের সঙ্গেই কাজ করছেন তিনি। সঙ্গে সাকিবের টিপস বাড়তি পাওনা।
আফিফ বলছিলেন, ‘দেখুন, সাকিব ভাইয়ের সঙ্গে সরাসরি কাজ করছি না আমি। এটি ঠিক উনার কাছাকাছি থাকলে বাড়তি কিছু শিখতে পারবো। এ কারণেই বিকেএসপিতে আসা। বিকেএসপির পুরনো ছাত্র হিসেবে জাতীয় দলের ক্যাম্প শুরুর আগের এই সময়টা কাজে লাগাতেই পুরনো কোচদের সঙ্গে কাজ করতে চাইছি আমি।’
অবশ্য করোনা টেস্টে পরীক্ষায় নেগেটিভ হয়েই বিকেএসপিতে অনুশীলন নাম লিখিয়েছেন আফিফ। জানাচ্ছিলেন, ‘করোনা পরীক্ষায় পাশ করেই বিকেএসপিতে আসার অনুমতি পেয়েছি। নিয়ম মেনে আসার আগে করোনা টেস্ট করেছি। এরপরই কর্তৃপক্ষ আমাকে সুযোগ দিয়েছে।’
Discussion about this post